• কারিগরি শিক্ষা সংসদ পরিদর্শন চালাবে ডি ফার্ম কলেজগুলিতে, জারি বিজ্ঞপ্তি
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স চালাতে গেলে কলেজগুলিকে পরিদর্শন প্রক্রিয়ায় অংশ নিতে হবে। বিজ্ঞপ্তি দিয়েই তা পরিষ্কার জানিয়ে দিল পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য কোর্সের অনুমোদন দেওয়ার আগে সংসদের আধিকারিকরা সশরীরে কলেজগুলি পরিদর্শন করবেন। এর আগে কলেজ সংক্রান্ত যাবতীয় তথ্য সংসদের পোর্টালে জমা দিতে হয়েছিল। সেগুলি সঠিক কি না, তা যাচাই করার জন্য এই সশরীরে পরিদর্শন। বেসরকারি কলেজগুলির সংগঠন ইউনাইটেড ফোরামের শীর্ষনেতা তপন বেরা সংসদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘বহু কলেজ ডিএলএড, বিএড এবং ডি ফার্ম কোর্স একই ভবনে চালাচ্ছে। এটি একেবারেই নিয়মবিরুদ্ধ। এই পরিদর্শনে সেগুলি ধরা পড়া উচিত।’ 

    এর আগে একবার ফার্মেসি কাউন্সিল অব ইন্ডিয়া সশরীরে পরিদর্শনের বিজ্ঞপ্তি দিয়েছিল। তবে, তার বিরুদ্ধে মামলা হয়। চালু কলেজগুলিকে পরিদর্শনের আওতা থেকে বাদ দেয় আদালত। তবে, সংসদের পরিদর্শনের আওতায় চালু এবং নতুন—দু’ধরনের কলেজকেই আনা হবে বলে জানা যাচ্ছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, মেডিক্যাল এডুকেশনের মতো ফার্মাসিউটিক্যাল এডুকেশনও খুবই গুরুত্বপূর্ণ। নমো নমো করে এই কোর্স চালালে এর ক্ষতি হবে সুদূরপ্রসারী। কারণ, চিকিৎসকের মতোই একজন রোগীর প্রাণের দায়িত্ব অনেকাংশেই নির্ভর করে একজন ফার্মাসিস্টের হাতে।
  • Link to this news (বর্তমান)