• উপ নির্বাচনে নেই এসইউসি, থাকবে আন্দোলনে
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের আসন্ন ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না এসইউসি। সরকারিভাবে তারা কোনও বিবৃতি না দিলেও, পার্টি সূত্রে খবর এমনটাই। পার্টির নেতৃত্বদের কথায়, ‘এসইউসি সাধারণত উপনির্বাচনে প্রার্থী দেয় না। এবারও তার অন্যথা হচ্ছে না। আমরা লড়াই আন্দোলনে থাকব।’ 

    আর জি কর আন্দোলনের আবহে উপনির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই আন্দোলনেই এসইউসির ছাত্র সংগঠন ডিএসও এবং চিকিত্সক সংগঠনের সদস্যদের সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে। ফলে, এই আবহে ভোটে দাঁড়ালে কি কিছুটা ‘পলিটিকাল ডিভিডেন্ড’ পাওয়া যেত? এই প্রশ্ন উঠেছে। 

    তবে এসইউসির এক নেতার কথায়, এই মুহূর্তে পার্টির রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য অসুস্থ। তাই রাজ্য কমিটির বৈঠক বাতিল হয়েছে। উপনির্বাচন নিয়ে কোনও বৈঠকই হয়নি। এই ভোটে এসইউসির সমর্থন কোন দিকে থাকবে? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। পার্টির কর্মী-সমর্থকদের কি কোনও বার্তা দেওয়া হচ্ছে? এসইউসির এক নেতার কথায়, ‘আমরা তো কোনও প্রার্থীই দিচ্ছি না। তাই কাকে ভোট দেবেন এরকম কোনও বার্তা কর্মী-সমর্থকদের দেওয়া হচ্ছে না।’ 
  • Link to this news (বর্তমান)