• হাইকোর্টে মামলার তালিকা পুস্তক আর বিনামূল্যে নয়
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর বিনামূল্যে পাওয়া যাবে না কলকাতা হাইকোর্টের নিত্যদিনের মামলার তালিকা সংক্রান্ত পুস্তক। সূত্রের খবর, অর্থ ও কাগজের অপচয় ঠেকাতেই এই পদক্ষেপ। রীতি অনুযায়ী প্রতিদিনের মামলার তালিকা সংক্রান্ত (অ্যাপিলেট সাইড ও অরিজিনাল সাইড) বই ছাপানো হতো। ওই বই হাইকোর্টে তিনটি আইনজীবী সংগঠন বা বারের সমস্ত আইনজীবীর মধ্যে বিতরণ করা হতো বিনামূল্যেই। পুস্তকটি এবার থেকে আর বিনামূল্যে মিলবে না। 

    সম্প্রতি বিষয়টি নিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মধুরেশ প্রসাদের বিশেষ কমিটি বৈঠকে বসে। সেখানে আইনজীবীদের তিনটি বারের সদস্যরাও ছিলেন। তাঁদের সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ফেব্রুয়ারি থেকে। ওই বই যাঁরা কিনতে চান ডিসেম্বরের মধ্যেই তাঁদের ফি জমা দিতে হবে। অ্যাপিলেট সাইডের নিত্যদিন ও মাসিক মামলা সংক্রান্ত বই পেতে প্রতিমাসে দিতে হবে যথাক্রমে ১৬১৬ টাকা ও ২৮৮ টাকা (করসহ)। এছাড়া  অরিজিনাল সাইডের নিত্যদিন ও মাসিক মামলা সংক্রান্ত বই পেতে প্রতিমাসে দিতে হবে যথাক্রমে ২৫৬ টাকা ও ৩৬.৪০ টাকা (করসহ)। উল্লেখ্য, হাইকোর্টের প্রতিদিনের মামলা ওয়েবসাইটেও দেওয়া থাকে। ফলে, তা যে কেউ দেখতে পাবেন। 
  • Link to this news (বর্তমান)