• ১১ নভেম্বর উচ্চ প্রাথমিকের বাংলা মাধ্যম বিষয়গুলির কাউন্সেলিং শুরু
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য ভাষা মাধ্যমের কাউন্সেলিং আগেই শেষ হয়েছে। এবার উচ্চ প্রাথমিকের বাংলা মাধ্যমের বিভিন্ন বিষয়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে কাউন্সেলিং। এই পর্বে কাউন্সেলিং হবে ৮,০৯১ জন প্রার্থীর। এর আগে, ৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৬৫৮ জনের কাউন্সেলিং হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই স্কুলে যোগ দিতে শুরু করেছেন। তবে, কমিশন আরও একটি সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করবে। নভেম্বরের প্রথম সপ্তাহেই তা প্রকাশিত হতে পারে। সেই শূন্যপদ অনুযায়ী স্কুল বাছাই করে নিতে পারবেন প্রার্থীরা। কমিশন জানিয়েছে, আজ, বৃহস্পতিবার কউেন্সেলিংয়ে যোগদানের জন্য ইন্টিমেশন লেটার আপলোড করা হবে ওয়েবসাইটে। তা ডাউনলোড করে কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে পারবেন প্রার্থীরা। এই পর্বে দৈনিক প্রার্থীর সংখ্যাও অনেকটা বাড়ানো হয়েছে। ৭০০-৮০০ জন প্রার্থী প্রতিদিন কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। ১১, ১৪ এবং ১৬ নভেম্বর বাংলা এবং ইংরেজি বিষয়ের কাউন্সেলিং হবে। ১৮ থেকে ২৭ নভেম্বরের মধ্যে চলবে পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইতিহাস, সংস্কৃত এবং ভূগোলের কাউন্সেলিং। আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ সোম বলেন, এখনও পর্যন্ত ৮,৭৪৯ জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে, মোট প্রার্থী রয়েছে ১৪ হাজার ৫২ জন। অবিলম্বে অবশিষ্ট পাঁচহাজার প্রার্থীর কাউন্সেলিং করে ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি দিতে হবে সবাইকে। এই দাবিতে আমরা ধর্মতলায় মাতঙ্গিনী হাজারার মূর্তির নীচে ৬৭৫ দিন ধরে ধর্না চালিয়ে যাচ্ছি। 
  • Link to this news (বর্তমান)