• পিএফ সুরাহায় রাজ্যে ক্যাম্প সোমবার
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৮ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি, জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। পিএফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনও সমস্যায় পড়লে সেই অভিযোগ দপ্তরে জানাতে পারেন। এছাড়া প্রত্যেক মাসের ২৭ তারিখে পিএফ দপ্তরের কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন। গ্রাহক ও পেনশনভোগীদের অভিযোগগুলি শোনেন তাঁরা। সেখানেই তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সেই কর্মসূচিকেই বলা হয় ‘নিধি আপকে নিকট’। এমাসে ২৭ তারিখ ররিবার, তাই পরদিন সোমবার এই ক্যাম্পগুলির আয়োজন করা হয়েছে। 

    দপ্তরের কর্তারা জানিয়েছেন, এরাজ্যে কলকাতার পার্ক স্ট্রিট আঞ্চলিক অফিসের জন্য ক্যাম্প বসবে এ জে সি বোস রোডের ইমপেলকো ইলেকট্রিক কোম্পানিতে। কলকাতা আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে ডায়মন্ডহারবার রোডে থ্রি-এ বাস স্ট্যান্ডের উল্টো দিকে কস্তুরি মেডিকেল সেন্টারে। হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে হলদিয়ার সুতাহাটার নেতাজি সুভাষচন্দ্র বসু আইটিআইয়ে এবং পশ্চিম মেদিনীপুরে সেই ক্যাম্প হবে খড়্গপুরে মহেশপুরের টাটা স্টিল মেটালিক্স ডিভিশনে।

    এছাড়া ঝাড়গ্রামে ঘোরাধরার লায়ন্স ডেন-এ বসবে ক্যাম্প। পাশাপাশি হাওড়ার আওতায় জালান কমপ্লেক্সের কিসওক ইন্ডাস্ট্রিজ এবং হুগলির সাহাগঞ্জের জুপিটার ওয়াগনস লিমিটেডে বসবে নিধি আপকে নিকট ক্যাম্প। 

    জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে আলিপুরদুয়ারের কালচিনির রাজাভাত টি এস্টেটে এবং কোচবিহারের বি ডি জৈন মডার্ন স্কুলে। বারাকপুর আঞ্চলিক অফিসের আওতায় নদীয়ার রানাঘাটের স্বর্ণস্বপ্ন মেগা মার্ট, উত্তর ২৪ পরগনার পার্ক রোডের কেলভিন জুট মিলে বসবে ক্যাম্প। জঙ্গিপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প দুটি হবে মালদহের রঞ্জন বিড়ি মার্কেটের মহামায়া ভাণ্ডার এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরের দেওলি রোডের সূর্য লজে। দুর্গাপুর অফিসের আওতায় ক্যাম্প হবে পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুড়িয়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের শক্তি গিরধন মেটাল প্রাইভেট লিমিটেড, দুর্গাপুরের কাঁকসার সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, পূর্ব বর্ধমানের বৈদ্যপুরের বিলজ সলিউশনস এবং বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে শ্রী রামদূত রোলার্স প্রাইভেট লিমিটেডে। এছাড়াও দুর্গাপুর আঞ্চলিক অফিসের আওতায় পুরুলিয়ার মদনডিহির শাকম্ভরী ইস্পাতের অফিসে বসবে শিবির। শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে দার্জিলিংয়ের প্রধান নগর নিবেদিতা নার্সিংহোম, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুপার মার্কেট এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পাতিরাম পথসাথীতে। এছাড়াও কালিম্পংয়ের রুমবির গোনিক কনস্ট্রাকশনে বসবে ক্যাম্প, জানিয়েছে ইপিএফও।
  • Link to this news (বর্তমান)