নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ‘ডানা’র মোকাবিলায় যাতে বিদ্যুৎ বিভ্রাট এড়ানো যায়, তার জন্য আগে থেকেই পদক্ষেপ করল বিদ্যুৎ দপ্তর। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং সিইএসসি’র কর্তাদের সঙ্গে বৈঠকে সব রকমের ব্যবস্থা রাখতে নির্দেশ দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং দপ্তরের সচিব শান্তনু বসু। অরূপবাবু বলেন, আমরা পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিক সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দিয়েছি এবং পর্যাপ্ত কর্মীকে দায়িত্বে রাখার কথা বলা হয়েছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার আওতায় বিদ্যুৎ বিপর্যয় হলে গ্রাহকরা টোল ফ্রি নম্বর ১৯২২১-এর পাশাপাশি ৮৯০০৭-৯৩৫০৩ এবং ৮৯০০৭-৯৩৫০৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। সিইএসসি এলাকায় ১৯১২ হেল্পলাইনের পাশাপাশি ৯৮৩১০-৭৯৬৬৬ এবং ৯৮৩১০-৮৩৭০০ নম্বরে যোগাযোগ করা যাবে। আজ বৃহস্পতিবার রাতে অফিসারদের সঙ্গে কন্ট্রোল রুমে থেকে পরিস্থিতির দিকে নজর রাখবেন অরূপবাবু।