• কালীপুজো সামনে, ঝড় নিয়ে উদ্বেগে কুমোরটুলি
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘুর্ণিঝড় ডানা আসছে। রীতিমতো উদ্বিগ্ন কুমোরটুলি। সামনে কালীপুজো। এখন পটুয়াপাড়াজুড়ে কালী প্রতিমা তৈরির কাজ চলছে। চারদিকে ছড়িয়ে‑ছিটিয়ে রয়েছে মূর্তি তৈরির সাজ সরঞ্জাম। কোথাও তৈরি হচ্ছে ঢাউস আকারের কালী। এই অবস্থায় ঘুর্ণিঝড় সব লণ্ডভণ্ড করে দিলে সর্বনাশ। শিল্পীদের আশঙ্কা, ‘বড় অঘটন ঘটলে সব পণ্ড হয়ে যাবে। যাঁরা কালীপ্রতিমার বায়না দিয়েছেন, তাঁদের কিভাবে ঠিক সময় ডেলিভারি দেওয়া যাবে? সেই চিন্তাই হচ্ছে।’ কুমোরটুলি মৃৎশিল্পী সংগঠনের কর্তা বাবু পাল বুধবার বলেন, ‘প্রকৃতির উপর তো আমাদের হাত নেই। যদি অপ্রীতিকর ঘটনা কিছু ঘটে, তাহলে উদ্যোক্তদের প্রতিমা ডেলিভারি দিতে কিছুটা হলেও দেরি হয়ে যাবে। আমরা সব শিল্পীকেই সর্তক করেছি। প্রতিরোধক হিসেবে ত্রিপল, প্লাস্টিক মজুত করে রেখেছেন তাঁরা।’ মৃৎশিল্পী সমর পাল বলেন, ‘ইতিমধ্যে কিছু কিছু কালী প্রতিমা দোকান থেকে গোডাউনে পাঠিয়ে দিয়েছি। যাতে কিছু হলে বড় কোনও ক্ষতি না হয়। ভগবানকে ডাকছি। তিনিই আমাদের বড় সহায়।’ শিল্পী জবা পালের কথায়, ‘টিভি, রেডিও ও সংবাদপত্রে ঝড় নিয়ে যেভাবে প্রচার চালানো হচ্ছে, তাতে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছি।’ কুমোরটুলি সূত্রে খবর, কিছুদিন আগে বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা মৃৎশিল্পীদের হাতে তুলে দিয়েছেন ত্রিপল, প্লাস্টিক। ঝড়ের সময় তা প্রতিরোধক হিসেবে কাজে আসবে বলে জানান মৃৎশিল্পীরা।        
  • Link to this news (বর্তমান)