নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীঘাটে স্কাইওয়াকের কাজ যে গতিতে চলছে, তা নিয়ে ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম। তিনি সরেজমিনে স্কাইওয়াকের কাজ দেখতে গিয়েছিলেন। সব দিক পরিদর্শনের পর তীব্র অসন্তোষ প্রকাশ করেন মেয়র। যে সংস্থা স্কাইওয়াকের কাজ করছে, তাদের ভর্ৎসনা করেছেন তিনি। স্কাইওয়াকের কাজ এখনও প্রচুর বাকি রয়েছে। কিন্তু ওই সংস্থা কাজে ঢিলেমি করছে বলে মেয়রের চোখে ধরা পড়েছে। ওই সংস্থার আধিকারিকদের মেয়র নির্দেশ দিয়েছেন, কর্মী সংখ্যা বাড়িয়ে স্কাইওয়াকের কাজ ত্বরান্বিত করতে। এছাড়াও সংশ্লিষ্ট অঞ্চলের হকারদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মেয়র।