নিজস্ব প্রতিনিধি, বরানগর: গ্রীষ্মে জলকষ্টে নাজেহাল হয়েছে পানিহাটি। বর্ষা পেরিয়ে শীতের দোরগোড়াতেও একই সমস্যায় তিতিবিরক্ত শহরবাসী। বুধবার আজাদ হিন্দ নগরের বাসিন্দারা পাম্প হাউসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। কাউন্সিলারকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। জলপ্রকল্পের লাইনে কোনও সমস্যা থাকতে পারে। পুরসভার ইঞ্জিনিয়াররা সব কিছু খতিয়ে দেখছেন।
জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে আজাদ হিন্দ নগর এলাকায় দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। সমস্যা মেটাতে কিছুদিন আগে ওভারহেড রিজার্ভারও তৈরি করা হয়েছে। কিন্তু তারপরও সমস্যা মেটেনি। মঙ্গলবারের পাশাপাশি বুধবারও পানীয় জল না পেয়ে তীব্র ক্ষোভ জানান এলাকাবাসীরা। তাঁরা পাম্প হাউসের সামনে বিক্ষোভ শুরু করেন। পাম্প হাউসে তালা লাগিয়ে দেওয়া হয়। কাউন্সিলার শ্যামলী দেবনাথকে ঘিরেও বিক্ষোভ চলে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেও পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন এই এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রুমা দাস, সর্বাণী ঘোষরা বলেন, সারা বছর জল কষ্ট থাকে। গত দু’দিন ধরে জল আসছে না। কয়েক মাস আগে এখানে ওভারহেড রিজার্ভার তৈরি হয়েছে। সেই সময় বলা হয়েছিল, ওই রিজার্ভার হলে দোতলায় জল উঠে যাবে। এখন দেখছি বাড়ির নীচের তলাতেও জল পড়ছে না। কাউন্সিলারকে বার বার বলেও লাভ হয়নি। তাহলে এই রিজার্ভার ও পাম্প হাউস রাখার প্রয়োজন কী? অবিলম্বে সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
কাউন্সিলার শ্যামলী দেবনাথ বলেন, পাইপলাইনে কিছু সমস্যা হয়েছে। আমি দ্রুত সমস্যা সমাধানের জন্য পুরসভায় জানিয়েছি। আর পুরসভার চেয়ারম্যান মলয় রায় বলেন, কয়েক দিন ধরে জল প্রকল্পে সমস্যা তৈরি হয়েছে। কেএমডিএর ইঞ্জিনিয়াররা রাতদিন এক করে কাজ করে সমস্যা মিটিয়ে দিয়েছেন। এছাড়া ওই এলাকার পাইপলাইনে কোনও সমস্যা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।