• অনুপস্থিতির তালিকা দীর্ঘ হলেও কাজলের আহ্বানে ব্যাপক সাড়া
    দৈনিক স্টেটসম্যান | ২৪ অক্টোবর ২০২৪
  • নির্বাচনী ব্যবস্থাপনায় বোলপুর-শ্রীনিকেতন  ব্লকের একটা অংশ রয়েছে নানুর বিধানসভার অধীনে, যা একেবারে বোলপুর শহরকে স্পর্শ  করে রয়েছে। শাসকদল তৃণমূল-কংগ্রেসের বীরভূম জেলা কমিটি যে বিজয়া সম্মিলনী শুরু করেছে তার পরতে পরতে দেখা দিয়েছে নানা বিতর্ক।  ইতিমধ্যেই তিহাড় জেল থেকে জামিনে মুক্ত হয়ে জেলায় ফিরে বিজয়া সম্মিলনী শুরু করেছেন অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে রয়েছেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ।  আর এর মধ্যেই কোনও বিজয়া সম্মিলনীতে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহাকে,  আবার কোনও বিজয়া সম্মিলনীতে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি শেখ কাজল। সেই নিয়েও দলের অন্দরে চলছে জোর বিশ্লেষণ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)