• ‘স্যার কত পেগ?', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই কল্যাণকে ছেঁকে ধরলেন নেটিজেনরা
    হিন্দুস্তান টাইমস | ২৪ অক্টোবর ২০২৪
  • যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বোতল ভেঙে প্রবীণ সাংসদ জগদম্বিকা পালের দিকে ছোড়ার অভিযোগে সুতোয় ঝুলছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংসদপদের ভাগ্য। ওই ঘটনা নিয়ে গোটা দেশ যখন নিন্দায় মুখর তখন জগদম্বিকা পালের নিরপেক্ষতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতে গিয়ে পালটা নেটিজেনদের আক্রমণের মুখে পড়লেন তিনি। কল্যাণকে আক্রমণ করে কেউ লিখলেন, ‘স্যার কত পেগ?’ কেউ লিখলেন, ‘বাংলার লজ্জা’।

    মঙ্গলবারের ঘটনার পর ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটি বৈঠকের জন্য সাসপেন্ড করা হয়েছে। বুধবারই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে কল্যাণের বিরুদ্ধে FIR দায়েরের সুপারিশ করেছেন যৌথ সংসদীয় কমিটির সদস্যরা। এমনকী তাঁর সাংসদপদ খারিজের দাবি উঠেছে।

    এরই মধ্যে বুধবার রাত সাড়ে আটটায় নাম না করে কল্যাণ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘৭৫ বছর বয়সে পৌঁছেও কংগ্রেস ছেড়ে আপনি বিজেপির প্রতি আস্থা রেখেছেন। এই বয়সেও গুরুত্বপূর্ণ পদে থেকে আপনি স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। আপনি কখনও একজন সত্যিকারের কংগ্রেস কর্মী ছিলেন না। আর আপনি এখন বিজেপিরও প্রকৃত সমর্থক নন। আপনার একমাত্র চালিকাশক্তি হল ক্ষমতার লোভ। আমি আপনাকে বাকি জীবনটুকু সম্মান নিয়ে নিরপেক্ষভাবে কাটাতে আবেদন জানাব।’

    কল্যাণবাবুর এই পোস্টের নীচে তাঁকে তুমুল আক্রমণ করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘স্যার, কত পেগ হল?’ কেউ লিখেছেন, ‘মাতাল একটা’, কেউ লিখেছেন, ‘কিট কিট জোকার।’ মালিক আজাদ নামে এক প্রোফাইল থেকে লেখা হয়েছে, ‘কল্যাণ অন্যকে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে জ্ঞান দিচ্ছেন!’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)