• আরও এগিয়ে এল 'ডানা', কিছুক্ষণেই বন্ধ বিমান-ট্রেন চলাচল, ওড়িশায় জারি উচ্চ সতর্কতা
    আজকাল | ২৪ অক্টোবর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ক্রমেই স্থলভাগ থেকে দূরত্ব কমছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'ডানা'র। স্থলভাগের দিকে আরও খানিকটা এল 'ডানা'। তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া ওড়িশা জুড়ে। ঝড়ের তাণ্ডব, প্রবল বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে জারি উচ্চ সতর্কতা। আর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হবে বিমান ও ট্রেন চলাচল।

    বুধবার রাতেই ভুবনেশ্বর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার সকাল ন'টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। ভুবনেশ্বরে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিমান পরিষেবা। পাশাপাশি ইস্ট কোস্ট রেলওয়ের তরফে মোট ১৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলির কোনওটা ওড়িশা থেকে ছাড়ার কথা ছিল, কোনওটা ওড়িশার উপর দিয়ে যাওয়ার কথা।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে ওড়িশার ধামারা থেকে ২৯০ কিলোমিটার ও বাংলার সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় 'ডানা'। ইতিমধ্যেই উত্তাল সমুদ্র। প্রশাসন সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে উপকূলবর্তী এলাকা থেকে ১০ লক্ষের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হবে। লাল সতর্কতা রয়েছে এমন জায়গা থেকে ইতিমধ্যেই সকলকে সরিয়ে আনা হয়েছে।

    প্রসঙ্গত, গতকাল রাতেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় 'ডানা'র ল্যান্ডফলের অবস্থান পরিবর্তন হয়েছে। আজ মাঝরাত থেকে আগামিকাল, শুক্রবার ভোরের মধ্যে 'ডানা' আছড়ে পড়বে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিমি। ওড়িশার ভুবনেশ্বর, পুরী, কটক সহ ১৪টি জেলায় জারি রয়েছে লাল সতর্কতা।
  • Link to this news (আজকাল)