• সাইক্লোন 'দানা'-র প্রভাবে দীর্ঘ সময় বন্ধ উড়ান পরিষেবা, স্বাভাবিক হবে কখন?
    এই সময় | ২৪ অক্টোবর ২০২৪
  • তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সাইক্লোন 'দানা'। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে ১৫ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা। 'দানা'-র র প্রভাবে ২৪ এবং ২৫ অক্টোবর উপকূলবর্তী জেলাগুলিতে ফেরি পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ বার আবহাওয়ার কথা মাথায় রেখে উড়ান পরিষেবাও নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে। 'দানা'-র জন্য একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে।

    কলকাতা বিমানবন্দরে ১৫ ঘণ্টা বন্ধ উড়ান পরিষেবা

    সাইক্লোন দানা-র জন্য দুর্যোগপূর্ণ কলকাতার আবহাওয়া। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত সেখানে উড়ান পরিষেবা বন্ধ থাকবে। পরিস্থিতি বুঝে শুক্রবার সকাল ৯টার পর উড়ান পরিষেবা স্বাভাবিক করা হবে, সূত্রের খবর এমনটাই।ভারী বৃষ্টিপাতের কারণে কলকাতা বিমানবন্দরে জল জমলে অতিরিক্ত পাম্প বসিয়ে তা বার করে দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ। ঝড় যদি তীব্র আকার নেয় সেক্ষেত্রে বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানগুলিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হবে।

    লোকাল ট্রেন পরিষেবা নিয়ে কী সিদ্ধান্ত?

    'দানা'-র জন্য শিয়ালদহ থেকে উত্তরের দিকে যাওয়া রুটগুলিতে ট্রেন চলাচলের উপর কোনও প্রভাব পড়বে না। তবে শিয়ালদহ দক্ষিণ এবং হাসনাবাদ শাখায় ২৪ অক্টোবর রাত ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে কোনও ট্রেন ছাড়বে না। হাওড়া শাখাতেও একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, তারকেশ্বর থেকে হাওড়াগামী মোট ৬৮টি ট্রেন বাতিল করা হচ্ছে। উল্লেখ্য, সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে বর্তমানে অবস্থান করছে সাইক্লোন দানা।
  • Link to this news (এই সময়)