লালবাজারের তরফে আজ রাতে ঝড়-বৃষ্টির সময়ে ট্র্যাফিক পুলিশকর্মীদের নিরাপদ জায়গায় থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। ট্র্যাফিক গার্ডগুলিকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে যাতে পুলিশকর্মীরা কোনও মতেই গাছ বা অস্থায়ী কোনও কাঠামোর নীচে আশ্রয় না নেন। পাশাপাশি, পুলিশের গাড়ি খোলা আকাশের নীচে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালে আমপানের পরে ট্র্যাফিক পুলিশকর্মীরাই প্রথমে ভেঙে পড়া গাছ সরাতে শুরু করেন। ট্র্যাফিক পুলিশের ওই বিশেষ দল ছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি করে দল থাকছে প্রতিটি ডিভিশনে, লালবাজারে এবং পুলিশ ট্রেনিং স্কুলে।
আজ বিকেলের দিকে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে, যা পরের দিন পর্যন্ত চলতে পারে। এর ফলে শহরের বিভিন্ন জায়গায় জল জমার আশঙ্কাও রয়েছে। যার জেরে ব্যাহত হতে পারে যান চলাচল। লালবাজার জানিয়েছে, ট্র্যাফিক গার্ডগুলিকে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার যে সমস্ত রাস্তায় জল জমে, সেগুলি চিহ্নিত করতে। জল জমলে তা দ্রুত বার করতে যাতে পাম্প রাখা হয়, তার জন্য পুরপ্রতিনিধিদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে পুলিশকে। এক পুলিশকর্তা জানান, বুধবার থেকেই পুরপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যবস্থা করতে বলা হয়েছে ট্র্যাফিক গার্ডগুলির তরফে। যাতে ঝড়-বৃষ্টির আগেই অতিরিক্ত পাম্পের ব্যবস্থা করা যায়।
লালবাজার জানিয়েছে, মঙ্গলবারই থানাগুলিকে এক গুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো থানাগুলি বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করছে। বুধবার ট্র্যাফিক গার্ডগুলিকে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। যাতে ঝড়-পরবর্তী সময়ে পুলিশের মধ্যে কোনও সমন্বয়ের সমস্যা না থাকে। এরই পাশাপাশি, এ দিন থেকে হোর্ডিং এবং বাঁশের কাঠামো খোলার জন্য পুলিশের তরফে তৎপরতা শুরু হয়েছে।
বুধবার দুপুর থেকেই লালবাজারে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেখানে থাকছেন পুরসভা, পুলিশ, দমকল, এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধিরা। সাধারণ নাগরিকদের জন্য রাখা হয়েছে চারটি হেল্পলাইন নম্বর।