রবিতে ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ডানার জন্য কলকাতা সফর বাতিল করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এদিন জানা গিয়েছে আগামী রবিবার আসছেন তিনি। সেইদিনই বঙ্গে দলের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন শাহ। আর জি কর ইস্যুর জন্যই এতদিন পশ্চিমবঙ্গে সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে পারেনি বিজেপি। ভোটমুখী রাজ্য বাদে দেশের কিছু জায়গায় সেই অভিযান ইতিমধ্যেই শেষপর্যায়ে। আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সেই কর্মসূচির শুরু করার কথা ছিল অমিত শাহের হাত ধরেই। কিন্তু ঘূর্ণিঝড় ডানার জেরে কলকাতায় আসতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অবশেষে আগামী রবিবার কলকাতায় আসছেন বলে রাজ্য বিজেপিকে জানিয়েছেন অমিত শাহ। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, রবিবার ঠাসা কর্মসূচি রয়েছে শাহের। সেইদিনই বঙ্গে দলের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। সল্টলেকের এক সরকারি প্রেক্ষাগৃহে এই কর্মসূচিতে হাজির থাকবেন অমিত শাহ। তারপর রাজারহাটের একটি অভিজাত হোটেলে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওইদিন রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভার আসনে উপ নির্বাচন রয়েছে। সেই উপ নির্বাচন নিয়ে রাজ্য নেতৃত্বকে টোটকা দেবেন শাহ। এছাড়াও আগামী ২০২৬-এর রোডম্যাপ ও দলের সাংগঠনিক বিষয়ে বেশ কিছু বার্তা দিতে পারেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি পদে রয়েছে নির্বাচন। সেই বিষয়েও সুকান্ত-দিলীপদের কিছু বার্তা দিতে পারেন শাহ।