আগ্রহ প্রকাশ অমিত শাহ’র, কলকাতায় দেখা হতে পারে নির্যাতিতার বাবা–মায়ের সঙ্গে
দৈনিক স্টেটসম্যান | ২৪ অক্টোবর ২০২৪
আরজি কর মেডিক্যালে মৃত তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন নির্যাতিতার বাবা–মা। এরপরই মৃত চিকিৎসকের বাবা–মায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করাতে উদ্যোগী হয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। অপরদিকে তৃণমূলের একাংশের মতে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই বিজেপির তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।