• ডানার চোখরাঙানি ধরাচ্ছে কাঁপুনি! এখনই ফুঁসছে নদী, ফেরিঘাটগুলিতে...
    ২৪ ঘন্টা | ২৪ অক্টোবর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও কাছে ঘূর্ণিঝড় ডানা। আবাহওয়া ক্রমশ খারাপ হচ্ছে। শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে ফেরিঘাটগুলিতে চলছে কড়া নজরদারি। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। কলকাতা পুলিসের রিভার ট্রাফিকের তরফে নৌকায় করে মাইকিং করা হচ্ছে, কেউ যাতে নদীতে না নামে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়ায়। তাই সতর্ক প্রশাসন। হাওড়ার সমস্ত ঘাটে বন্ধ ফেরি সার্ভিস। আগামিকালও বন্ধ থাকবে ফেরি চলাচল। সন্ধ্যা ৬টা থেকে গঙ্গায় কাউকে নামতে দেওয়া হবে না। কড়া নজরদারি চলছে। মাইকে প্রচার করা হচ্ছে। এদিন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে পরিদর্শনে আসেন খাদ্য প্রক্রিয়াকরণ দফরের প্রতিমন্ত্রী অরূপ রায়।

    ব্যারাকপুর শিল্পাঞ্চলেও বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গঙ্গার জল। প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ রয়েছে ফেরি চলাচল। পাশাপাশি মহকুমা শাসকের অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রয়েছে দুটি হেল্পলাইন নম্বর। বন্ধ কালনা-শান্তিপুর ফেরিঘাটও। হুগলির শুনশান ফেরিঘাট চত্বরগুলিতে যেন অঘোষিত ধর্মঘট চলছে। টিকিট কাউন্টার খোলেনি। ঘাটে ঢোকার গেট তালা দিয়ে বন্ধ। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে জেলার সব ফেরিঘাট বন্ধ। গতকাল বিকাল ৫টা থেকেই উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া সব ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। যাত্রীরা যাঁরা জানেন না, তাঁরা এসে ফিরে যাচ্ছেন ঘাট থেকে। ডানার চোখরাঙানিতে ফেরি সার্ভিস বন্ধ হিঙ্গলগঞ্জে। হিঙ্গলগঞ্জের নেবুখালিতে কালিন্দী নদী ও রায়মঙ্গল নদীতে ফেরিঘাট বন্ধের ফলে ভেসেল পরিষেবা বন্ধ। নদী ঘাটেই দাঁড়িয়ে রয়েছে ট্রাক ও ছোট বড় বিভিন্ন গাড়ি। 

    প্রশাসনের নির্দেশে ঝড়খালিতেও ফেরি চলাচল ও পর্যটক লঞ্চ বন্ধ নদীতে। ঘূর্ণিঝড় ডানার সতর্কতায় বাংলা-ওড়িশা সীমান্ত দাঁতনে NDRF-এর তরফে মাইকিং করা হচ্ছে। দাঁতন এলাকায় সুবর্ণরেখা নদী তীরবর্তী সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়তি নজর দেওয়া হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের প্রতি। প্রায় ২ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। সোনাকোনিয়া হয়ে ওড়িশা-বাংলা যাওয়ার একমাত্র ভরসা ফেরি পরিষেবা। কিন্তু ডানা আতঙ্কে ফেরি সার্ভিস আপাতত বন্ধ। দাঁতন ব্লকের তররি অঞ্চলে মোট ১৪টি রেসকিউ সেন্টার খোলা হয়েছে। প্রতিটি রেসকিউ সেন্টারে আলো, খাওয়ার ব্যবস্থা এবং মেডিকেল টিম রাখা হয়েছে।

  • Link to this news (২৪ ঘন্টা)