অতুলচন্দ্র নাগ, ডোমকল: রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে ছুটে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। বৃহস্পতিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের(Murshidabad) জলঙ্গির সাদিখাঁরদিয়াড় পঞ্চায়েতের কালীতলার কাছে বহরমপুর-করিমপুর রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম নুরতাসমিম খাতুন (৪)। ঘটনাস্থলের পাশেই তাদের বাড়ি। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, বাড়ির কাছেই রাজ্য সড়কের ওপাড়ে মাছ কিনতে গিয়েছিলেন মৃতার মা তাসমিমা বিবি। সেই সময় মায়ের অজান্তে রাজ্য সড়ক পার হয়ে শিশুটি মায়ের কাছে যাওয়ার জন্য দৌড় দেয়। সেই সময় কাছাকাছি আসা সিমেন্ট বোঝাই লরির নিচে পড়ে যায় শিশুটি। স্থানীয়রা জানান, লরিচালক চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারেনি। লরির পিছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। যদিও স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে সিদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।
মৃতার মা তাসমিমা বিবি জানান, “মেয়ে যে কখন পিছু নিয়ে আমার কাছে যাচ্ছিল বুঝতে পারিনি।” তবে তিনি ওই ঘটনার জন্য লরিচালককে দায়ী করেন। বলেন, “লরিটা রাস্তা ধরে সোজা গেলে মেয়েটা বেঁচে যেত। হঠাৎ পাশ দিয়ে যাওয়ায় মেয়ে চাকার তলায় পড়ে গিয়েছে।” সকালের এই ঘটনায় হতবাক এলাকার লোকজন। সাদিখাঁরদিয়াড় গ্রাম পঞ্চায়েতের প্রধান মহবুল ইসলাম জানান, “মর্মান্তিক ঘটনা। রাস্তা পার হওয়ার সময় শিশুটি লরির চাকায় তলায় পড়ে মারা গিয়েছে।” ঘটনার পরেই চালক লরি দাঁড় করিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় কিছুক্ষণের জন্য রাজ্যসড়কে যানজট তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছয় জলঙ্গি থানার পুলিশ। লরিটিকে আটক করে থানায় নিয়ে যায় ও দ্রুত রাজ্যসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। পাশাপাশি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে।