• ‘ডানা’র হানা LIVE UPDATE: ‘আতঙ্কিত হবেন না’, সারারাত নবান্নে নজরদারিতে মমতা
    প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৪
  • ঘূর্ণিঝড় ‘ডানা’র আতঙ্কে কাঁপছে বাংলা-ওড়িশা। আজ, বৃহস্পতিবার রাতেই ধামরা  বন্দর ও ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাংলার উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা মারাত্মক। বিপদ এড়াতে ইতিমধ্যে প্রস্তুত প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রতি মুহূর্তের LIVE UPDATE:

    বিকেল ৫.০১: নবান্নের কন্ট্রোলরুম থেকে চলছে নজরদারি। 

    বিকেল ৪.১১: রাজ্যের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। তা সত্ত্বেও প্রত্যককে সতর্ক থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘কেউ প্যানিক করবেন না। সতর্ক থাকবেন। এটা জীবন বাঁচানোর লড়াই।’

    বিকেল ৪.১০: রাতভর নবান্নে থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

    বিকেল ৪.০১: ১ লক্ষ ৫৯ হাজার ৮৩৭ জনকে সরানো হয়েছে। রিলিফ ক্যাম্পে রয়েছেন ৮৩ হাজার ৫৮২ জন। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে নবান্নেই থাকবেন বলে জানালেন তিনি। 

    বেলা ৩.৪৯: ঝড় নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    বেলা ৩.৪০: ‘ডানা’ নিয়ে সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান, ‘ডানা’র দাপটে ভেঙে পড়তে পারে গাছ এবং শুকনো ডাল। কুঁড়েঘর, টালির চাল প্রভৃতি উড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে রাস্তা। ভারী বৃষ্টিতে জলমগ্ন হবে অপেক্ষাকৃত নিচু এলাকা।
  • Link to this news (প্রতিদিন)