কৃষ্ণনগরকাণ্ডে নয়া মোড়? পোড়া বোতল উদ্ধারের দাবি ঘিরে শোরগোল
এই সময় | ২৪ অক্টোবর ২০২৪
কৃষ্ণনগরকাণ্ডে নয়া মোড়। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান মৃত তরুণীর পরিবারের সদস্য এবং তাঁদের আইনজীবীরা। সঙ্গে ছিল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এ দিন ঘটনাস্থল পরিদর্শন করে মৃতার আইনজীবী দাবি করেছেন, তিনি ঘটনাস্থলে একটি পোড়া বোতল দেখতে পেয়েছেন।
কৃষ্ণনগরে তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধারের পর একাধিকবার সেখানে যান ফরেন্সিক বিভাগের পদস্থ কর্তারা। ঘটনার তদন্তে গড়া হয়েছে ৬ সদস্যের ফরেন্সিক টিম। তরুণীর ঘনিষ্ঠ বন্ধুকে এ দিন কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৭ দিনের পুলিশ হেফাজত চেয়েছিল পুলিশ। কিন্তু তাঁকে ৫ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এরই মধ্যে মৃত যুবতীর আইনজীবী বিস্ফোরক দাবি করছেন। তিনি জানান, ঘটনাস্থলের ঠিক ৫০ মিটারের মধ্যেই একটি প্লাস্টিকে পোড়া বোতল পাওয়া গিয়েছে। তিনি আরও দাবি করেছেন, ফরেন্সিক বিভাগ বা পুলিশ কেউই তা নিয়ে যায়নি। কারও চোখে তা পড়েনি। যদিও এই পোড়া বোতল উদ্ধার প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানান, আগেই ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে সেখানে পড়ে থাকা জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে গিয়েছে। এই বোতল উদ্ধার সংক্রান্ত দাবি প্রসঙ্গে তাঁর কিছু জানা নেই বলেই জানান অমরনাথ কে। তদন্তকারীরা একাধিক নমুনা সংগ্রহ করেছেন ঘটনাস্থল থেকে, জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কৃষ্ণনগরের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। ওই তরুণী আত্মহত্যা করেছেন না কি তাঁকে খুন করা হয়েছে, তা জানতে তদন্ত করছে পুলিশ।