মালদার হবিবপুরে 'অজানা' জ্বর, আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ স্বাস্থ্য দপ্তরের
এই সময় | ২৪ অক্টোবর ২০২৪
গ্রামের অধিকাংশ মানুষ জ্বরে আক্রান্ত। এক থেকে দু’দিন থাকছে জ্বর। হাত ও পায়ের ব্যথায় কাবু হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। এই উপসর্গ নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রেও যাচ্ছেন অনেকে। আর এই 'অজানা' জ্বর দেখা যাচ্ছে মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। ইতিমধ্যে কলাইবাড়ির সরকারপাড়া, তালুকদার পাড়া, চৌধুরী পাড়া ও ধানুকপাড়ায়েই জ্বরের প্রকোপ বেশি। এই ৪ পাড়ায় প্রায় ৪ হাজার মানুষজন বসবাস করে। তাঁদের মধ্যে ৫০ শতাংশ বাসিন্দা এই জ্বরে আক্রান্ত।এ প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, 'গোটা পরিস্থিতির উপর স্বাস্থ্য দপ্তর নজর রাখছে। প্রাথমিকভাবে দেখে চিকুনগুনিয়া মনে হচ্ছে। এখনও পর্যন্ত ৫০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তা এলে কারণ অনেকটাই স্পষ্ট হবে। সকলের ক্ষেত্রে মূলত গা-হাত পায়ে ব্যথার উপসর্গ দেখা গিয়েছে।’
ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একাধিক রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওই গ্রামগুলিতে গিয়ে খোঁজখবর নিচ্ছে ব্লক প্রশাসনের প্রতিনিধি দল এবং স্বাস্থ্য দপ্তরের কর্তারা।
হবিবপুরের যুগ্ম বিডিও রাকেশ গাইন এলাকায় যান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। যে সমস্ত এলাকায় এই জ্বরের প্রকোপ দেখা গিয়েছে, সেখানে সাধারণ মানুষকে সচেতন করার জন্য শিবিরের আয়োজন করা হয়েছে প্রশাসনের থেকে। তিনি জানান, কোনও বাড়িতে যাতে জল না জমে সেই দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।