• সাধনসঙ্গিনীকে ধর্ষণের অভিযোগে পুলিশ হাজতে ইউটিউবের পরিচিত ধর্মীয় বক্তা
    হিন্দুস্তান টাইমস | ২৪ অক্টোবর ২০২৪
  • ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন সোশ্যাল মিডিয়ায় পরিচিত ধর্মীয় বক্তা গোবিন্দবল্লভ শাস্ত্রী। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে বুধবার তাঁকে হেফাজতে নিয়েছে মঙ্গলকোট থানার পুলিশ। ধৃতকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

    জানা গিয়েছে গত ২০ জুলাই গোবিন্দবল্লভ শাস্ত্রীর বিরুদ্ধে মঙ্গলকোট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও করেন তিনি। এর পর আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। কিন্তু আদালত তাঁকে আগাম জামিন দিতে অস্বীকার করে। বাধ্য হয়ে মঙ্গলবার কাটোয়া আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। তাঁকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বুধবার তাঁকে হেফাজতে নেয় মঙ্গলকোট থানার পুলিশ।

    অভিযোগকারিনী অভিযোগপত্রে জানিয়েছেন, ইউটিউবে ধর্মীয় পাঠের আসর দেখে গোবিন্দবল্লভ শাস্ত্রীর প্রতি আকৃষ্ট হন তিনি। অভিযুক্ত উত্তর প্রদেশের বৃন্দাবনের বাসিন্দা। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ধর্মকথার আসরের আয়োজন করেন তিনি। ধর্মকথায় আকৃষ্ট হয়ে গোবিন্দবল্লভের কাছে দীক্ষালাভের জন্য তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেন তরুণী। ২০২৩ সালের মে মাসে বীরভূমে এক ধর্মকথার আসরে প্রথম দেখা হয় তাঁদের। ওই বছরই জুনে দীক্ষা নেন তিনি। এর পর গোবিন্দবল্লভের সাধনসঙ্গীনি হতে চান তরুণী। গোবিন্দবল্লভ তাঁর আজীবনের দায়িত্ব নিতে রাজি হন। অভিযোগ, সেই সুযোগে তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন ওই ধর্মীয় বক্তা। এমনকী তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন চালান তিনি। ধর্ষণের পর থেকে তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এর জেরে মানসিক অবসাদে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তরুণী। যার জেরে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে হয় তাঁকে। অবশেষে জুলাইয়ে অভিযোগ দায়ের করেন তিনি।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)