• রবিতেই আরজি করের নির্যাতিতার বাবা - মায়ের সঙ্গে সাক্ষাৎ অমিত শাহের, তৎপর BJP
    হিন্দুস্তান টাইমস | ২৪ অক্টোবর ২০২৪
  • সম্ভবত আগামী রবিবারই আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা - মায়ের সঙ্গে দেখা হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শাহের সাক্ষাৎ চেয়ে ইতিমধ্যে তাঁকে চিঠি দিয়েছেন সন্তানহারা পিতা - মাতা। তার পরই বিজেপি নেতৃত্বের তরফে এই সাক্ষাতের আয়োজনে জোর তৎপরতা শুরু হয়েছে। অমিত শাহের তরফেও তাঁদের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে সূত্রের খবর।

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতা সফরে আরজি করের নির্যাতিতার বাবা - মায়ের সঙ্গে দেখা করতে চেয়ে কিছুদিন আগেই রাজ্য নেতৃত্বকে বার্তা দেন শাহ। এর পরই সাক্ষাতের ব্যবস্থা করতে তৎপর হন বিজেপি নেতারা। প্রথমে শাহকে সোদপুরে নির্যাতিতার বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়। কিন্তু ব্যস্ত সফরসূচিতে শাহ সেখানে যাওয়ার সময় না পেলে কলকাতাতেই কোথাও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে বলে পরিকল্পনা করছেন তারা।

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার দলের সদস্য সংগ্রহ অভিযানে সূচনা করতে কলকাতায় আসছেন শাহ। EZCCতে দলীয় অনুষ্ঠানের পর কল্যাণী ও পেট্রাপোলে স্বরাষ্ট্র মন্ত্রকের ২টি অনুষ্ঠানেও যোগদান করার কথা রয়েছে তাঁর। ব্যস্ত সফরসূচিতে কলকাতাতেই কোথাও নির্যাতিতার বাবা - মায়ের সঙ্গে শাহের দেখা করানোর পরিকল্পনা চলছে। তবে ঠিক কোথায় সাক্ষাৎ হতে পারে তা নিয়ে কোনও মন্তব্য করেননি বিজেপি নেতারা।

    দিন কয়েক আগেই শাহের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। সেখানে তারা চাপে রয়েছেন বলে জানিয়ে নিজেদের অসহায়তার কথা উল্লেখ করেছিলেন। এই প্রেক্ষিতে তাঁদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাক্ষাতে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

    রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, আরজি করের ঘটনা পরবর্তী জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অনেক চেষ্টা করেও ঢুকতে পারেননি বিজেপি নেতারা। উলটে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। কিন্তু জনসমর্থনের কথা চিন্তা করে তার পরেও বাইরে থেকে লাগাতার আন্দোলনকে সমর্থন করতে হয়েছে বিজেপিকে। ওদিকে নির্যাতিতার বাবা মায়ের আবেদনের পর আদালতের নির্দেশে আরজি করের ঘটনার তদন্ত করছে সিবিআই। যা প্রধানমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রণাধীন। ফলে একমাত্র মেয়ের মৃত্যুর দ্রুত সুবিচার পেতে গেলে জুনিয়র ডাক্তারদের মতো বিজেপির সঙ্গে দূরত্ব রেখে চলা সম্ভব নয় নির্যাতিতার বাবা মায়ের পক্ষে। আবার এই আন্দোলনের ফসল ভোটযন্ত্রে ভরতে নির্যাতিতার বাবা - মাকে দরকার বিজেপিরও।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)