• প্রহর গুনছে বাংলা, দানা মোকাবিলায় বিদ্যুৎ ভবনে খোলা হল কন্ট্রোল রুম
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৪
  • এখনও স্থলভাগে এসে পৌঁছয়নি। তার আগেই তীব্র ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব পড়তে শুরু করেছে বঙ্গে। সকাল থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা হাওয়া। 'দানা'-র দাপটে তছনছ হতে পারে একাধিক জেলা। কলকাতাতেও এই ঝড়ের প্রভাব প্রবল হতে পারে। গাছ উপড়ে পড়ার সম্ভাবনা প্রবল। যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা ব্যাহত হতে পারে। দানা মোকাবিলায় রাজ্যের বিদ্যুৎ দপ্তর একাধিক ব্যবস্থা নিয়েছে। দেওয়া হয়েছে নির্দেশিকাও।জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিডিওদের সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। বিদ্যুৎ ভবনে থাকছে কন্ট্রোল রুম। হেল্পলাইন নম্বর 8900793503/8900793504। টোল ফ্রি নম্বরে (19121) ডকেট কলও করা যাবে। কোনও অভিযোগ থাকলে হোয়াটসঅ্যাপ করা যাবে 8433719121 নম্বরে।

    রাস্তায় থাকবে মোবাইল ভ্যান। জরুরিকালীন অবস্থায় বিদ্যুৎ পরিষেবা যাতে ঠিক থাকে সেদিকে নজর রাখবে তারা। দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে এই ভ্রাম্যমান গাড়ি রাস্তায় থাকবে। কোথাও গাছ পড়ে পরিষেবা ব্যাহত হলে দ্রুততার সঙ্গে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় তার জন্যও টিম প্রস্তুত থাকবে। দানা মোকাবিলায় মঙ্গলবার ও বুধবার দফায় দফায় বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। একাধিক কন্ট্রোল রুম খোলার পাশাপাশি সমস্ত আধিকারিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
  • Link to this news (এই সময়)