উড়ো পোস্টে বোমাতঙ্ক, কলকাতা বিমানবন্দরে ৭টি বিমানের জরুরি অবতরণ
এই সময় | ২৫ অক্টোবর ২০২৪
বিমানের ভিতরে বোমার হুমকির সঙ্গে এ বার বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি এল কলকাতা বিমানবন্দরে। বৃহস্পতিবার টুইট করে জানানো হয়, ‘পার্ক করা বিমানে এবং বিমানবন্দরে আমি বোমা রেখেছি। কেউ জীবিত বেঁচে বেরোতে পারবে না। আজ, আপনার জীবনের শেষ দিন।’
বলাই বাহুল্য, কলকাতা থেকে যাতায়াত করা ১১টি বিমানে এবং বিমানবন্দরে আঁতিপাতি করে খুঁজেও কোনও বোমা পাওয়া যায়নি। তবে, এর ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। দেরি হয়েছে উড়ান ছাড়তেও। সাইক্লোন দানা-র কারণে সন্ধে ছ’টায় কলকাতা বিমাবন্দর বন্ধ করে দেওয়ার কথা থাকলেও তারও ৪৫ মিনিট পরে শেষ উড়ান ছেড়ে যায়।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, এই ১১টা উড়ানের মধ্যে ইন্ডিগোরই ছিল সাতটি উড়ান। কলকাতা থেকে ছাড়ার আগে অমৃতসর, পুণে, বেঙ্গালুরু ও হায়দরাবাদের উড়ান এবং শহরে নামার পরে বেঙ্গালুরু, গোয়া ও গুয়াহাটির উড়ানে খানাতল্লাশি চলে। বোমাতঙ্ক ছড়ায় বেঙ্গালুরু থেকে আসা স্পাইসজেট, পুণে থেকে আসা আকাশা এয়ারের উড়ানেও। কলকাতা থেকে অ্যালায়েন্সের রূপসী এবং বিলাসপুরের উড়ান ছাড়ার আগে সেখানেও বোমা রাখার খবরে তল্লাশি চালানো হয়।