• স্থলভাগের দিকে ছুটছে ‘দানা’, সাগরের কত কাছে ঘূর্ণিঝড়?
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৪
  • স্থলভাগের সঙ্গে আরও দূরত্ব কমছে ‘দানা’র। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পারাদ্বীপ থেকে ৬০ কিলোমিটার পূর্ব দিকে, ধামরা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ও সাগরদ্বীপের ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়।১৩ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ‘দানা’। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওডিশা উপকূলে তার আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। ল্যান্ডফলের স্থান ভিতরকণিকা ও ধামারাতে। ইতিমধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে ধামরা সমুদ্র সৈকতে। সমুদ্রতটে দৃশ্যমানতা কার্যত নেই বললেই চলে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাওয়ার দাপট।

    ঘূর্ণিঝড় ‘দানা’র মোকাবিলায় তৈরি রাজ্য প্রশাসনও। কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড়ের মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই দিঘা, মন্দারমণি, বকখালির মতো পর্যটনকেন্দ্র থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের সতর্ক করতে চলছে প্রতিনিয়ত মাইকিং। কাঁচা বাড়ির বহু বাসিন্দাদের সরিয়ে ইতিমধ্যেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম এবং হেল্পলাইন নম্বর।

    বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। ১২০ কিমি গতিতে মাঝেমধ্যে দমকা হাওয়া দিতে পারে। ‘ল্যান্ডফল’-এর সময় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ, সুন্দরবনে ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। মাঝেমধ্যে দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় ১-২ মিটারএবং দক্ষিণ ২৪ পরগণার কিছু অংশে ০.৫-১ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (এই সময়)