• কর্মবন্ধু-সহ একাধিক পদে নিয়োগ, বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৪
  • স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থ দপ্তরে কর্মী নিয়োগের ছাড়পত্র দিল রাজ্যের মন্ত্রিসভা। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নবান্ন সূত্রে খবর, চারটি দপ্তর মিলিয়ে মোট ১০০ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে ৫৭টি কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য পুলিশে ১২ হাজার পদে নিয়োগের কথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এ দিনের মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্য সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের ১৫০০ কোটি টাকার ঋণ নিতে চলেছে কৃষি প্রকল্প রূপায়ণে। নাবার্ড ও রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকে এই ঋণ সংগ্রহ করা হবে। রাজ্য সরকার জামিনদার হবে বলে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে।

    পাশপাশি, বেশ কয়েকদিন ধরে জেলায় জেলায় খোলা বাজারে সারের কালোবাজারির অভিযোগ জমা পড়েছে। সারের কালোবাজারির রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তদন্ত করে নজরদারির নির্দেশ দেন কৃষি দপ্তরকে। বিষয়টি নিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জেলা কৃষি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

    বৃহস্পতিবারের বৈঠকে সেচমন্ত্রী মানস ভুঁইয়া, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না এবং সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা অনুপস্থিত ছিলেন। পাঁচজনকে এ দিন পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের আগে পরিদর্শনের জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে অন্যান্য মন্ত্রীদেরও নিজ নিজ এলাকায় গিয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

    তথ্য সহায়তা: সুগত বন্দ্যোপাধ্যায়
  • Link to this news (এই সময়)