কলকাতা বিমানবন্দরে আজ ১১টি বিমানের জরুরি অবতরণ, আবার কী ঘটল সেখানে?
হিন্দুস্তান টাইমস | ২৫ অক্টোবর ২০২৪
কদিন ধরেই একাধিক বিমানে বোমাতঙ্কের ভুয়ো খবরে আলোড়ন পড়ে গিয়েছিল। তাই বেশ কিছু বিমানে নেওয়া হয়েছে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা। একদিকে ঘূর্ণিঝড় ‘দানা’র আতঙ্কে বাংলা থেকে ওড়িশায় মানুষজন তটস্থ হয়ে রয়েছে। অপরদিকে বিমানে বোমা আতঙ্কের বিরাম নেই। আজ, বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে আবার বোমাতঙ্কের জেরে ১১টি বিমানের জরুরি অবতরণ করতে হল। বোমা রাখা রয়েছে বলে এক্স হ্যান্ডেলের পোস্টকে কেন্দ্র করে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। কেন বারবার এই হুমকি মিলছে? খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে বিমানে বোমা রাখা আছে এমন খবর পেয়ে আর কোনও ঝুঁকি না নিয়ে অবতরণ করানো হয় বিমানগুলিকে। কলকাতা বিমানবন্দরে ১১টি বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা’র আশঙ্কায় আজ বিকেল ৫টা থেকে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা–নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একাধিক বিমান বাতিল পর্যন্ত করা হয়েছে। এই আবহে আজ, বৃহস্পতিবার দুপুরে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আসে একটি পোস্ট। আর তা দেখেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। তাই তড়িঘড়ি সতর্কতা হিসেবে কলকাতা বিমানবন্দরে ১১টি বিমানের জরুরি অবতরণ করানো হয়। এই ১১টি বিমানের মধ্যে ইন্ডিগোর ৭টি, আকাশাএয়ার ১টি, স্পাইস জেটের ১টি এবং অ্যালায়েন্স এয়ারের দুটি বিমান আছে।
আরও পড়ুন: ‘বাংলাটা ওদের জল হজম করার জায়গা হয়ে গিয়েছে’, ডিভিসিকে ফের তোপ মমতার
অন্যদিকে বিমানগুলি ইতিমধ্যেই সমস্তরকম পরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। গত ২২ তারিখ একই ঘটনা ঘটেছিল। আকাসা এয়ার ওয়েজের বিমান যখন মাঝআকাশে তখন একটি পোস্ট নজরে আসে বিমানবন্দর কর্তৃপক্ষের। সেই পোস্টে লেখা ছিল, কলকাতাগামী বিমানে বোমা রাখা আছে। তড়িঘড়ি পদক্ষেপ করা হয়। আজ আবার এমন ঘটনা ঘটল। এবার এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘এয়ারপোর্টের ভিতরে এবং বিমানে বোমা রেখেছি। কেউ বেঁচে ফিরবে না। এটাই তোমাদের শেষ দিন বলে ধরে নাও।’
এছাড়া এই পোস্টের পরই বিমানগুলিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। পরে সেই বিমানগুলি ‘আইসোলেশন বে’–তে এনে তল্লাশি করা হয়। দ্রুত ছুটে যায় ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’। বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডও বিমানগুলিতে তল্লাশি চালায়। বিমানবন্দর সূত্রে খবর, কিছুই পাওয়া যায়নি। তবে এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। তদন্তে উঠে এসেছে, লন্ডন ও জার্মানি থেকে ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। কোন আইপি অ্যাড্রেস থেকে এমন ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছে, সেই সম্পর্কে এক্স হ্যান্ডেলের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য চেয়েছে নয়াদিল্লি।