• ঘূর্ণিঝড়ের সময় তৃণমূল কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: বৃহস্পতিবার হলদিয়া টাউন তৃণমূলের বিজয়া সম্মিলনীতে দলের কর্মীদের ঘূর্ণিঝড় ‘ডানা’র মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। তিনি এদিন কর্মীদের উদ্দেশে বলেন, ঝড়ের সময় মানুষের সঙ্গে থাকুন। বিপদের সময় মানুষের পাশে থাকলে ভোটের সময় মানুষও আপনাদের পাশে থাকবে। জনগণ ও প্রশাসনের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করার পরামর্শও দেন তিনি।

    জ্যোতির্ময়বাবু কর্মীদের আরও বলেন, লোকসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় তৃণমূল পিছিয়ে রয়েছে। বিধানসভার আসনও তৃণমূলের দখলে নেই। হলদিয়ায় এই লজ্জা কাটাতে হবে। এজন্য কোনও পরামর্শ দেব না। আপনারা জানেন কীভাবে জিততে হয়। শুধু বলব, সময়ে অসময়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষের আস্থা অর্জন করুন। এদিন দুর্যোগ উপেক্ষা করে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে বিজয়া সম্মিলনিতে এসেছিলেন তৃণমূল কর্মীরা। সেখানে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। সভায় বিজেপির জেলা কমিটির সদস্য দয়াময় কুমারের নেতৃত্বে পদ্ম শিবিরের ২৫জন নেতাকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপির ওই নেতাকর্মীরা হলদিয়া শহর ও দুর্গাচক টাউনের বিভিন্ন মণ্ডলে দায়িত্বে ছিলেন বলে শাসকদলের হলদিয়া টাউন ব্লক সভাপতি মিলন মণ্ডল দাবি করেন। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় ও জ্যোতির্ময় করের হাত ধরে ওই বিজেপি নেতাকর্মীরা তৃণমূলে যোগ দেন।

    বিজয়া সম্মিলনী হলেও এদিনের সভায় দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা হলদিয়ায় তৃণমূল নেতাদের আচার-আচরণের সমালোচনা করেন। ব্লক তৃণমূল সভাপতি মিলন মণ্ডল দলের নেতাকর্মীদের আত্মসমালোচনায় জোর দেন। তিনি বলেন, বোর্ড চলে যাওয়ার পর থেকেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলাররা জনবিচ্ছিন্ন হয়ে রয়েছেন। কেউ তাঁদের কাছে কোনও কাজে গেলে ওয়ার্ড সম্পাদকের কাছে পাঠিয়ে দিচ্ছেন। মানুষের কথা শুনছেন না। সিংহভাগ কাউন্সিলারের এই অবস্থা।জেলা সভাপতি এদিন হলদিয়ার নেতাকর্মীদের কড়া বার্তা দিয়ে বলেন, দল থাকলে তো নেতা হবেন। হলদিয়ায় এখন দল বাঁচানোর লড়াই করুন। ঘূর্ণিঝড়ের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান। এদিন ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সারাদিনই হলদিয়া শহর শুনসান ছিল। কারখানার শ্রমিকরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যান। সন্ধে নাগাদ জোর বৃষ্টি হয়। ফলে ঝড়ের আশঙ্কায় বাজারহাট ফাঁকা হয়ে যায়। সন্ধে ৭টা নাগাদ হলদিয়ার নদী-তীরবর্তী ওয়ার্ড পরিদর্শন করেন পুর প্রশাসক তথা মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী সহ অন্যরা। মানুষ যাতে বিপদে যোগাযোগ করতে পারেন, সেজন্য তাঁরা নিজেদের মোবাইল নম্বর এলাকাবাসীর সঙ্গে শেয়ার করেছেন। হলদিয়া পুরসভার অফিস এদিন সারারাত খোলা থাকবে। কলকাতা-হলদিয়া বন্দর কর্তৃপক্ষ এদিন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫ অক্টোবর রাত ১০টা পর্যন্ত বন্দরে সাইক্লোন কন্ট্রোল রুম খোলা থাকবে।  

    (অমৃতবেড়িয়া বিশালক্ষ্মী লকগেট মার্কেটে ঘূর্ণিঝড়ের দাপটে ছাউনি উড়ে গিয়েছে।-নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)