ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে প্রতিকূল আবহাওয়া, কালীপুজোর আগে চিন্তায় ঝাড়গ্রামের মৃৎশিল্পীরা
বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰামে ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই জেলার মৃৎশিল্পীরা উদ্বিগ্ন। কারণ কালীপুজোর আর বেশিদিন নেই। ঝাড়গ্রামের কুমোরটুলিতে জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ। জেলার বেশিরভাগ মৃৎশিল্পীর নিজস্ব প্রতিমা তৈরির জায়গা নেই। ত্রিপলের ছাউনি দেওয়া জায়গায় মূর্তি তৈরি করতে হয়। ঝড় হলে ত্রিপলের ছাউনি উড়ে যাবার আশঙ্কা রয়েছে। বৃষ্টির জলে মাটির প্রতিমা নষ্ট হবে। প্রতিমার ক্ষয়ক্ষতির আশঙ্কায় জেলার শিল্পীদের ঘুম উড়েছে।
দুর্গাপুজোর আগে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়েছিল। কালীপুজোর আগে ফের দুর্যোগ। ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের আশঙ্কা জেলার মৃৎশিল্পীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। ঝাড়গ্ৰাম জেলাজুড়ে শতাধিক কালীপুজো হয়। দুর্গাপুজোর পর কালীপ্রতিমা তৈরির কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছিল। প্রতিকূল আবহাওয়ায় সেই কাজ থমকে গিয়েছে। জেলার অধিকাংশ কুমোর পাড়ায় ত্রিপলের ছাউনির নীচে প্রতিমা তৈরি হয়। ত্রিপলের ছাউনি উড়ে গেলে বৃষ্টির জলে প্রতিমা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তেমন কিছু হলে শিল্পীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। মাঝেমধ্যে হালকা বৃষ্টিপাত হয়েছে। ঝড় ও বৃষ্টির হাত থেকে প্রতিমা বাঁচাতে কুমোরপাড়াগুলিতে এদিন সকাল থেকে তৎপরতা তুঙ্গে ছিল।
শহরের নতুনডিহি এলাকার মৃৎশিল্পী সঞ্জীব দাস বলেন, এবছর প্রায় পঞ্চাশটির উপর কালী প্রতিমা তৈরির কাজ চলছে। বেশিরভাগ অর্ডার হয়ে গিয়েছে। প্রতিমার মাটির কাজ শেষ। রং করার কাজ শুরু হয়েছে। প্রতিমাগুলি ত্রিপলের ছাউনির নীচে রাখা হয়েছে। জোরে ঝড় হলে ত্রিপলের ছাউনি উড়ে যেতে পারে। তাতে যা ক্ষতি হবে তা পূরণ করা সম্ভব হবে না। কারণ নতুন করে প্রতিমা তৈরির সময় নেই। তাই চিন্তায় আছি।
মৃৎশিল্পী অভিজিৎ গড়াই বলেন, এইবছর ৩২টি প্রতিমা তৈরি করেছি। ত্রিপলের ছাউনির নীচে প্রতিমাগুলি রাখা আছে। মূর্তিগুলি আলাদা আলাদাভাবে ত্রিপল দিয়ে ঢাকা দিয়েছি। উপরের ত্রিপলের ছাউনি যাতে সহজে উড়ে না যায়, তারজন্য শক্ত করে বাঁধা আছে। তবে ঝড় জোরে হলে এই ছাউনি টিকবে না। তিনি বলেন, জেলার মৃৎশিল্পীদের প্রতিমা তৈরির কোনও স্থায়ী জায়গা নেই। প্রশাসন স্থায়ী শেড করে দিলে আমরা উপকৃত হব। বারবার ঝড়-বৃষ্টির বিড়ম্বনা থেকে রেহাই মিলবে।
লালগড় এলাকার মৃৎশিল্পী নীলকণ্ঠ কারক বলেন, দুর্গাপুজোর আগে টানা বৃষ্টিতে বিপদে পড়েছিলাম। কালীপুজোর আগে ফের ঝড়-বৃষ্টি! উদ্বেগে রয়েছি। ঝড়-বৃষ্টিতে প্রতিমা নষ্ট হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
(বৃষ্টির জের ত্রিপল টাঙিয়ে প্রতিমা তৈরি হচ্ছে ঝাড়গ্রামের কুমোরটুলিতে।-নিজস্ব চিত্র)