তেহট্টে স্কুলের পোশাকের রঙে হেরফের, ব্যাপক বিক্ষোভ অভিভাবকদের
বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট-১ ব্লকের শ্রীরামপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে পোশাকের রং হেরফের হওয়ায় বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাঁরা বাচ্চাদের জন্য বরাদ্দ ওই পোশাক নিতে অস্বীকার করেন। এই বিক্ষোভের ফলে ওই পোশাক বিতরণ বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই স্কুলে এ বছরের জন্য দ্বিতীয় সেট পোশাক দেওয়া হচ্ছিল ছাত্রছাত্রীদের। প্রথমে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের পোশাক দেওয়া হচ্ছিল। সেই সময় দেখা যায় বেশিরভাগ সাদা জামায় পকেটের রং আলাদা। এই পোশাক দেখে অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, এই জামা নেওয়া যাবে না। এই নিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর প্রধান শিক্ষক নেপালচন্দ্র প্রামাণিক তাঁদের বলেন, ওই পোশাক যে স্বনির্ভর গোষ্ঠী করেছে তাদের ফেরত দেওয়া হবে। এরপর বিক্ষোভ ওঠে।
এই বিষয়ে ওই স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী আঙ্গুরা কবিরাজ বলেন, আমাদের যে কাপড় দেওয়া হয়েছে, তাই দিয়ে আমরা পোশাক বানিয়ে দিয়েছি। দু’একটা জামা এরকম হয়েছিল। সেটা আমরা ফেরত নিয়ে নেব। তেহট্ট-১ ব্লকের বিডিও সঞ্জীব সেন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।