• রামপুরহাটের গ্রামে পাথর দিয়ে থেঁতলে যুবককে খুন, মদের আসরে অশান্তির জেরে খুন?
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: পাথর দিয়ে থেঁতলে খুন করে ‘ফিনিশ’ বলে বাড়িতে এসে খবর দিল অভিযুক্ত যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া রামপুরহাটের পাথর শিল্পাঞ্চল বারোমেশিয়া গ্রামে। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত ফেরার। তার খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। মদের আসরে অশান্তির জেরেই এই খুনের ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিসের।

    পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া যুবকের নাম হরিদাস সরেন (৩৮)। বাড়ি বারোমেশিয়া গ্রামে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। বুধবার কাজ সেরে বাড়িতে ছিলেন হরিদাস। অভিযোগ, সন্ধ্যা সাতটা নাগাদ প্রতিবেশী বছর উনিশের বিক্রম কিসকু নামে এক যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, মদ খেতে গিয়েছে। রাতে ঠিক বাড়ি ফিরে আসবে। মৃতের ছেলে চন্দন টুডু বলেন, রাত দশটা নাগাদ বিক্রম মদ্যপ অবস্থায় বাড়িতে এসে বলে হরি ‘ফিনিশ’। নেশাগ্রস্ত অবস্থায় সে সবাইকে ‘মারব, ধরব’ বলে থাকে। তাই তেমন গুরুত্ব দিইনি। রাত দশটা বেজে গেলেও বাবা না ফেরায় গ্রামে খোঁজ করি। কিন্তু পাইনি। সকাল হলে ঠিক ফিরে আসবে ভেবে আমরা ঘুমিয়ে পড়ি। 

    এদিকে এদিন সকালে গ্রাম থেকে দেড় কিমি দূরে জঙ্গলে ঘেরা খড়ি খাদানের শুকনো নালায় হরির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর মুখ পাথর দিয়ে থেঁতলানোর চিহ্ন রয়েছে। মাথায় গভীর ক্ষত। পাশেই পড়ে রয়েছে রক্তমাথা পাথর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যালে পাঠায়। ডানার বৃষ্টিতে কোনও প্রমাণ নষ্ট যাতে না হয়, সেজন্য নালার উপরের অংশ ত্রিপল ও ঘটনাস্থল দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। মোতায়েন করা হয় পুলিস। 

    চন্দন বলেন, বাবাকে কেন খুন করা হল, তা বলতে পারব না। বিক্রমের সঙ্গে কোনও শত্রুতাও ছিল না বাবার। আমরা বিক্রমের কঠোর শাস্তি দাবি করছি। গ্রামের তৃণমূলের বুথ সভাপতি সুইট সিদ্দিকী বলেন, বিক্রম সবসময় নেশায় চুর হয়ে থাকে। একাধিক চুরির অভিযোগ রয়েছে তার নামে। এলাকায় সবাইকে সে মারধর করত। কাউকে আবার ‘মারব ধরব’ বলে ভয় দেখাত। গ্রামের সকলের সঙ্গে অশান্তি করত। অন্যদিকে হরিদাস নরম গোছের যুবক ছিলেন। রাতে বাড়ি থেকে তাঁকে ডেকে এনে মদের আসরে কোনও অশান্তির জেরে এই খুন হয়ে থাকতে পারে। 

    এদিকে খুনের কারণ নিয়ে ধন্দে পুলিস। যদিও প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, মদের আসরে কোনও ঝামেলার জেরে পাথর দিয়ে থেঁতলে ওই যুবককে খুন করা হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত বিক্রমের খোঁজ শুরু হয়েছে। (ঘটনাস্থলে তদন্তে পুলিস। নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)