মাছ ধরতে গিয়ে ফরাক্কায় নৌকাডুবি, নিখোঁজ বৈষ্ণবনগরের তিন বাসিন্দা
বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, কালিয়াচক: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কাছে গঙ্গায় মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন বৈষ্ণবনগর থানা এলাকার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের তিনজন। তার মধ্যে দুজন নাবালক।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় গঙ্গায় ইলিশ মাছ ধরতে যান পারদেওনাপুর এলাকার পাঁচ জন। তখন প্রবল ঝড় উঠলে ডুবে যায় তাঁদের নৌকা। জলের তোড়ে ভেসে যেতে থাকেন সকলে। তিনজন সাঁতরে তীরে উঠলেও বাকিরা তলিয়ে যান। নিখোঁজদের নাম দেবব্রত সরকার (৪৫) সুরজ চৌধুরী (৮) ও দীপ সরকার (১৫)। সাঁতরে উঠে আসেন নারদ চৌধুরী, দুখু মণ্ডল।
নারদ জানিয়েছেন, আবহাওয়া ঠিক রয়েছে দেখে সন্ধ্যায় পাঁচজন নৌকা করে মাছ ধরতে গিয়েছিলাম। হঠাৎই ঝড় উঠে যায়। প্রবল ঝড়ের মুখে পড়ে সামলানোর চেষ্টা করলেও নৌকা তলিয়ে যায়।
তাঁর আক্ষেপ, আমার সঙ্গে নাবালক ছেলেও মাছ ধরা দেখতে গিয়েছিল। নৌকা তলিয়ে যাওয়ার সময় সাঁতরে তাকে খোঁজার চেষ্টা করলেও লাভ হয়নি।
দুখুর কথায়, সংসারে অনটন। রাতে গঙ্গায় মাছ ধরে সকালে বিক্রি করে উপার্জন করি। সন্ধ্যায় মাছ ধরার জন্যই গিয়েছিলাম। কিন্তু এমন ঝড় ওঠে যে কিছুক্ষণের মধ্যে নৌকা দুলতে দুলতে তলিয়ে যায়। প্রাণপণ চেষ্টা করে সাঁতার দিয়ে তীরের কাছে আসি। ভেবেছিলাম বাকিরা উঠে আসবে। কিন্তু পারেনি।
স্থানীয়রা পুলিসকে খবর দিলে খোঁজ শুরু হয় বাকিদের। স্থানীয় বাসিন্দা তপন চৌধুরী জানিয়েছেন, এই এলাকার বেশিরভাগ বাসিন্দা জীবিকা নির্বাহের জন্য প্রাণের ঝুঁকি নিয়ে গঙ্গায় মাছ ধরতে যান। প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে নিখোঁজদের উদ্ধার করার ব্যবস্থা করুক।
বৈষ্ণনগরের বিধায়ক চন্দনা সরকার বলেন, খুবই দুঃখজনক ঘটনা। ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলেছি। কালিয়াচক ৩ এর বিডিও সুকান্ত সিকদার জানিয়েছেন, এলাকায় আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু নির্দেশ উপেক্ষা করে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিলেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। এনডিআরএফ এবং পুলিস রয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। সরকারের তরফে পরিবারের পাশে দাঁড়ানো হবে। ( গঙ্গায় তল্লাশি। - নিজস্ব চিত্র।)