কালীপুজোয় নিষিদ্ধ ‘ডিজেবক্স’, সতর্ক করা হল সাউন্ড ব্যবসায়ীদের
বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ‘ডিজে’ নিষিদ্ধ। তাই কালীপুজোয় ডিজে বক্স ভাড়া দেওয়া নিয়ে সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সতর্ক করল পুলিস। একই সঙ্গে তারা নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযানে নামছে। এজন্য থানায় থানায় গঠন করা হয়েছে বিশেষ টিম। বৃহস্পতিবার একথা জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস কমিশনারেট। তারা ইতিমধ্যে আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো নিয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় বৈঠক করেছে। পুজোর উদ্যোক্তাদের মণ্ডপে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শিলিগুড়ির পুলিস কমিশনার সি সুধাকর বলেন, দুর্গাপুজোর মতো কালীপুজো ও দীপাবলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ব্যাপারে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় বৈঠকও করা হয়েছে।
এবার দুর্গাপুজোয় শিলিগুড়িতে দেদারে বাজে ডিজে বক্স। বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন ডিজের আওয়াজে শহরের বিভিন্ন এলাকায় টেকা যাচ্ছিল না বলে অভিযোগ। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কালীপুজোয় ডিজের ব্যবহারে লাগাম টানতে তৎপর পুলিস। আগামী বৃহস্পতিবার কালীপুজো। এই পুজোতে সাউন্ড সিস্টেম ডিজে ব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এজন্য সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের ডেকে সতর্ক করা হয়েছে। যাতে কেউ ডিজে বক্স ভাড়া না দেন। এরপরও কারও বিরুদ্ধে ওসব ভাড়া দেওয়ার অভিযোগ মিললে ব্যবস্থা নেওয়া হবে।
ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, ডিজে বক্স বাজানো নিষিদ্ধ। সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ও পুজোর উদ্যোক্তাদের এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও পুজোয় ডিজে ব্যবহার করা হলে আইন অনুসারে পদক্ষেপ করা হবে। এছাড়া মাইক ও চোঙে সাউন্ড লিমিটার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু শব্দদূষণ নয়, পুজো মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ, অগ্নিকাণ্ডের মোকাবিলা করা, নিষিদ্ধ শব্দবাজির ব্যবসা বন্ধ করতেও তৎপর পুলিস। বুধবার সন্ধ্যায় তারা সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ সহ বিভিন্ন দপ্তর ও সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় বৈঠক করেছে। বৃহস্পতিবার থেকে থানায় থানায় কালীপুজো নিয়ে প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে। সেখানে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের ডাকা হচ্ছে। পুলিস সূত্রের খবর, কালীপুজোয় নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর হিড়িক পড়ে যায়। যা শব্দ ও বায়ুদূষণ করে। তাই নিষিদ্ধ বাজির বেআইনি কারবার রুখতে প্রতিটি থানায় একটি করে টিম গঠন করা হয়েছে। তাতে চার থেকে পাঁচজন রয়েছেন। এরা বিভিন্ন বাজার, দোকান এবং শহরের প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি অভিযান চালাবে।
ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, দীপাবলিতে যাতে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে। প্রতিটি পুজো মণ্ডপে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে বলা হয়েছে। নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধেও অভিযানে নামা হয়েছে।