• শিয়রে কালীপুজো, দুর্যোগে বাড়তে শুরু করেছে জবা ও বেলপাতার দাম
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিছুদিন আগেই ছিল বন্যা। এখন ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বন্যায় জবা সহ একাধিক ফুলের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জেলায়। আগামী ৩১ অক্টোবর কালীপুজো। সেই কারণে বাজারে জবা, বেলপাতা ও অপরাজিতা ফুলের চাহিদা ঊর্ধ্বমুখী। ফলে কলকাতার পাইকারি ফুল বাজার সহ বিভিন্ন খুচরো বাজারেও জবা ফুলের দাম বাড়তে শুরু করেছে। কলকাতার জগন্নাথ ঘাট ফুল বাজারের ব্যবসায়ী ও চাষিদের বক্তব্য, পরিস্থিতি যা, তাতে কালীপুজোর দু’তিন দিন আগে থেকেই খুচরো বাজারে প্রতি পিস জবার কুঁড়ির দাম গিয়ে দাঁড়াবে দু’টাকায়। অন্য সময় এক হাজার জবাব কুঁড়ির বান্ডিল বিক্রি হয়ে থাকে পাইকারি বাজারে মাত্র ৮০-১০০ টাকায়। ফলে খুচরো বাজারেও দাম থাকে কিছুটা কম। ফুল বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের একাংশের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এবার জবা, বেলপাতা সহ অন্যান্য ফুলের দাম অনেকটাই বাড়বে কালীপুজোর কয়েকদিন আগে থেকেই। পরিস্থিতি স্বাভাবিক হতে জগদ্ধাত্রী পুজো পার হয়ে যাবে বলে মনে করছেন ফুল চাষি থেকে ব্যবসায়ীরা। ফুল বাজার সূত্রে জানা গিয়েছে, দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনায় জবা ফুলের চাষ বেশি মাত্রায় হয়ে থাকে। তবে অন্যান্য জেলাতেও জবা চাষ হয়। তবে তা পর্যাপ্ত নয়। প্রতিদিন কলকাতার জগন্নাথ ঘাট পাইকারি ফুল বাজারে ওই সমস্ত জেলা থেকে বান্ডিল বান্ডিল জবার কুঁড়ি আসে। কিন্তু বন্যার পর থেকেই জবার কুঁড়ি কিছুটা হলেও কম আসতে শুরু করে কলকাতার ফুল বাজারে। তার উপর এখন ভয়াবহ ঝড়ের আতঙ্কে পরিস্থিতি কঠিন আকার নিয়েছে। আগামী দু-একদিন পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেই চিন্তায় উদ্বিগ্ন হয়ে রয়েছেন ফুল চাষি থেকে ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, পরিস্থিতি প্রতিকূল হলে আমরা মাঠে মারা যাব। এখন আমাদের ভাগ্য ভগবানের উপর ছেড়ে দিয়েছি।

    ফুল ব্যবসায়ী সমর সামন্ত বলেন, প্রতি বছর দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত ফুলের বাজার চাঙ্গা থাকে। কিন্তু গত দু-তিন দিন ধরে ঝড় নিয়ে যা চলছে, তাতে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। এর প্রভাব এসে পড়েছে ফুলের বাজারেও। হাওড়া আমতার বাসিন্দা স্বপন মাজি নামে আর এক ফুল ব্যবসায়ী বলেন, পদ্ম, গোলাপ সহ অন্যান্য দামি আর্কিড হিমঘরে মজুত করা যায়। কিন্তু জবার কুঁড়ি সেইভাবে মজুত করা সম্ভব নয়। ফলে পরিস্থিতি প্রতিকূল হলে ঠিক মতো যদি পাইকারি বাজায় জবার কুঁড়ি না আসে, তাহলে দাম বেশি মাত্রায় বাড়তে বাধ্য। ফুল চাষি তরুণ কাপাস বলেন, অন্য সময় বেলপাতার বান্ডিল পাওয়া যায় ১০-১৫ টাকায়। কিন্তু গত কয়েকদিন ধরে সেই বান্ডিলের দাম ২৫- ৩০ টাকা হয়ে গিয়েছে। কালীপুজোর দিন সেই দাম আরও বাড়বে বলে আমাদের আশঙ্কা।
  • Link to this news (বর্তমান)