নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে যাচ্ছেনই অমিত শাহ। আগামী রবিবারই কলকাতায় যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনই জানানো হয়েছে বিজেপির কেন্দ্রীয় পার্টি সূত্রে। সেক্ষেত্রে সল্টলেক ইজেডসিসিতে রাজ্য বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অংশ নেবেন অমিত শাহ। পাশাপাশি রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। খতিয়ে দেখবেন বাংলার আসন্ন ছ’টি বিধানসভা উপনির্বাচনের দলীয় প্রস্তুতিও। রাজনৈতিক সূত্রের খবর, এই সাংগঠনিক বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে বাংলায় বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম। কারণ বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতিত্ব ছেড়ে দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। দু’দিন আগেই দিল্লিতে এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই ব্যাপারে এক প্রস্থ বৈঠক করে গিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাও। সূত্রের খবর, বাংলার উপ নির্বাচনগুলিতে সেভাবে শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে অংশ না নিলেও এই ব্যাপারে বঙ্গ বিজেপিকে বেশ কিছু ‘টিপস’ দিয়ে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।