• সৈকতে নেমেছেন সব্জি বিক্রেতা, সাফাইকর্মী মহিলারা, দুর্যোগ এলেই পর্যটকদের সুরক্ষায় ডাক পড়ে পুরীর নারী বিগ্রেডের
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
  • সংবাদাদাতা, পুরী: চারদিকে কালো মেঘ। মাঝে মধ্যেই নেমে আসছে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সৈকতে পর্যটকদের নামার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সেই বাধা উপেক্ষা করে অনেকেই ছুটছেন জলে নামতে। তৎক্ষণাৎ রে রে করে তেড়ে যাচ্ছেন একদল মহিলা। লাঠি উঁচিয়ে পর্যটকদের আবার হোটেলে ফেরত পাঠিয়ে দিচ্ছেন তাঁরা। এরা পুরী পুরসভার নারী বাহিনী। এঁদের মধ্যে কেউ চায়ের দোকান চালান। কেউ বা বাজারে সব্জি বিক্রি করেন। আবার পুরসভার সাফাই কর্মীর কাজ করেন এমন মহিলাও আছেন। দুর্যোগ এলেই ডাক পড়ে তাঁদের। ঝড়ের মধ্যে ঝুঁকি নিয়েই পর্যটকদের সুরক্ষায় অবিচল এই মহিলা ব্রিগেড।

    দলে রয়েছেন ৫০ জন। বাহিনীর সদস্যরা হলেন অন্নপূর্ণা, ডি পদ্মা, চন্দ্র গিরি, রাধা, রূপা, কামন্নরা। একবার গোল্ডেন বিচ তো পরক্ষণে তাঁরা ছুটছেন ব্লু পার্ক বিচে। ঘূর্ণিঝড় বলে মহিলারা নিজেদের কাজ বন্ধ রেখে এই নজরদারির কাজে হাত লাগিয়েছেন। পুলিস ও লাইফ গার্ড কর্মীদের সঙ্গে সমন্বয় রেখেই এঁরা কাজ করে চলেছেন। সকলেই পুরীর বাসিন্দা। অন্নপূর্ণা নামে এক মহিলা বলেন, আমরা দুর্যোগ এলেই এই কাজে নেমে পড়ি। আর এক সদস্য রূপা বলেন, ঝড় এলে দোকানপাট বন্ধ রাখতে হয়। তবে আমাদের সংসার চলবে কী করে? তাই কিছু পয়সা পাওয়ার আশায় নজরদারির কাজে আসি। চন্দ্র গিরি নামে আরেক সদস্য বলেন, বারণ করলেও পর্যটকরা শুনতে চান না। তাই লাঠি নিয়ে ধাওয়া করতে হয়। তবে কিছু পর্যটক আমাদের বারণ শুনে উঠে যায়। নাওয়া খাওয়া ছেড়ে এখন সি বিচ দাপিয়ে বেড়াচ্ছে এই মহিলা বাহিনী। সকাল থেকে রাত পর্যন্ত কেউ এদিক ওদিক চলে যাচ্ছে কি না বা সমুদ্রে নেমে পড়ল কি না, সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন তাঁরা। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)