• ডিভিসির জল ছাড়া নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় পরিস্থিতির মধ্যে ডিভিসি-র বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি ২৪ হাজার কিউসেক হারে এখনই জল ছাড়ছে। ডিভিসি-র বাঁধে পলি তোলা সহ রক্ষণাবেক্ষণের কাজ ঠিকমতো হলে আরও  ৪ লক্ষ কিউবিক মিটার জল ধরে রাখা যেত। কিন্তু সেটা না হওয়ায় বেশি জল ছাড়তে হচ্ছে। পরে নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুমে গিয়ে মুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছ থেকে একাধিকবার জানতে চান, আগামী কয়েকদিনে ঝাড়খণ্ডে কতটা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা জানতে পেরে মুখ্যমন্ত্রী বলেন, পলি তোলার ব্যাপারে  খুব তাড়াতাড়ি কোনও স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে  হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ওই বৈঠকে ক্যাবিনেট সচিবকে, এ‌‌ই সময় যাতে ডিভিসি বেশি পরিমাণে জল না ছাড়ে তার জন্য ক্যাবিনেট সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। এমনিতে ঘূর্ণিঝড়ের জন্য রাজ্য উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আছে। এখন  ডিভিসি বেশি জল ছাড়লে পরিস্থিতি আরও খারাপ হবে। 
  • Link to this news (বর্তমান)