• নিষেধাজ্ঞার জেরে নদীতে যেতে পারছেন না মৎস্যজীবীরা, রুজিতে কোপ ফুলেশ্বরে
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দাদা আবহাওয়ার কিছু খবর আছে? ঝড় কখন আসবে? আমাদের এখানে কি প্রভাব পড়বে? বৃহস্পতিবার দুপুরে ফুলেশ্বরের বিবির চড়ায় হুগলি নদীর পাড়ে দাঁড়িয়ে এই প্রশ্ন করলেন জগন্নাথপুরের বাসিন্দা মৎস্যজীবী রতিকান্ত পাখিরা ও স্বপন পাখিরা। বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে নদীতে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারির পর পাড়েই নৌকা বেঁধে রেখে প্রশাসনের পরবর্তী নির্দেশের অপেক্ষায় বসে আছেন তাঁরা।

    তবে শুধু রতিকান্ত পাখিরা বা স্বপন পাখিরা নন, জগন্নাথপুরের একাধিক মৎস্যজীবীর এক অবস্থা। বৃহস্পতিবার দুপুরে ফুলেশ্বরের বিবির চড়ায় গিয়ে দেখা গেল, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় হুগলি নদীর সংযোগকারী বনস্পতি খালে সার দিয়ে বাঁধা আছে মাছ ধরার ছোট ডিঙি নৌকা। কয়েকটি নৌকা আবার নদীর পাড়ে তুলে রাখা হয়েছে। কথা প্রসঙ্গে স্বপন পাখিরা বলেন, ঝড় রাতে আসবে। এখন নদীতে ভাটা চলছে। বিকেলে জোয়ার এলে নৌকা ভালো করে বাঁধব। তিনি জানান, আমরা এখন মাছ ধরতে যেতে পারছি না। ফলে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। রতিকান্ত পাখিরা বলেন, এখানে প্রায় ৭০-৮০টি নৌকা পাড়ে বেঁধে রাখা হয়েছে। মাসখানেক আগে বন্যার কারণে নদীতে মাছ ধরতে যেতে পারিনি। এখন আবার ঘূর্ণিঝড়। এভাবে চললে পেটে টান পড়বে। প্রশাসন দু’দিনের কথা বললেও, কবে নৌকা নিয়ে মাছ ধরতে যেতে পারব, জানি না। তিনি বলেন, এমনিতে এখন নদীতে মাছ কম, তার উপর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মাছ ধরতে যেতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
  • Link to this news (বর্তমান)