‘ডানা’র হানা: নবান্নে বসে নজরদারি শুরু মুখ্যমন্ত্রীর, সঙ্গে মুখ্যসচিব
প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৪
ঘূর্ণিঝড় ‘ডানা’র আতঙ্কে কাঁপছে বাংলা-ওড়িশা। বৃহস্পতিবার রাত থেকে সকালের মধ্যেই ল্যান্ডফল। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাংলার উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা মারাত্মক। বিপদ এড়াতে ইতিমধ্যে প্রস্তুত প্রশাসন।
রাত ১২.০০: ওড়িশায় সাড়ে ৩ লক্ষ ও বাংলায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।
রাত ১১.৪০: পারাদ্বীপ থেকে মাত্র ৫০ কিমি দূরে রয়েছে ডানা। রাজ্যের সাগরদ্বীপ থেকে ১৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।
রাত ১০.২০: ঘূর্ণিঝড় ডানার কারণে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় শুক্রবার বন্ধ থাকছে কলকাতা হাই কোর্ট। সোমবার হবে সমস্ত শুনানি।
রাত ১০.০০: দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষকে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ প্রায় শেষ। নদী বাঁধের অবস্থা খতিয়ে দেখতে নামখানায় পৌঁছলেন জেলাশাসক। সঙ্গে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা।
রাত ৯.০১: ডানার আশঙ্কায় বন্ধ ট্রেন পরিষেবা। আতঙ্কে ঘরবন্দি আমজনতা। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সের প্রবেশিকা পরীক্ষা দিতে আসা বহু সংখ্যক ছাত্রছাত্রীকে সমস্যায় পড়েন। অনেকেই সেন্টারে ঠিক সময়ে পৌঁছতে পারেনি। সেই কারণে পরীক্ষাসূচি পরিবর্তনের দাবি জানিয়ে উপাচার্যকে ডেপুটেশন দিল AIDSO ।
সন্ধ্যে ৬.৫৫: কলকাতার বুকেও শুরু বৃষ্টি। নবান্নে বসে পরিস্থিতি পর্যবেক্ষণে খোদ মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ-সহ অন্যান্যরা।
সন্ধ্যে ৬.৪০: ধামরা থেকে ১৮০ কিমি দূরে ঘূর্ণিঝড় ডানা।
বিকেল ৫.২০: প্রতিদিনের মতোই বৃহস্পতি ও শুক্রবারও স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা, জানাল কর্তৃপক্ষ।
বিকেল ৫.০১: নবান্নের কন্ট্রোলরুম থেকে চলছে নজরদারি।
বিকেল ৪.১১: রাজ্যের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। তা সত্ত্বেও প্রত্যককে সতর্ক থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘কেউ প্যানিক করবেন না। সতর্ক থাকবেন। এটা জীবন বাঁচানোর লড়াই।’
বিকেল ৪.০১: ১ লক্ষ ৫৯ হাজার ৮৩৭ জনকে সরানো হয়েছে। রিলিফ ক্যাম্পে রয়েছেন ৮৩ হাজার ৫৮২ জন। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে নবান্নেই থাকবেন বলে জানালেন তিনি।