সংবাদদাতা, শীতলকুচি: কোচবিহার জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি শীতলকুচি ব্লকের একাধিক নদীর চরে গাঁজা চাষ হয়। পুজোর আগে থেকেই গাঁজা চাষ রুখতে অভিযানে নেমেছে কোচবিহার জেলা পুলিস। অভিযান শুরু করেছে শীতলকুচি থানার পুলিসও। গত সাতদিনের অভিযানে আনুমানিক ৭৩ বিঘা গাঁজা খেত নষ্ট করেছে শীতলকুচি থানার পুলিস। শীতলকুচি ব্লকের ভোগদাবড়ি, মাঘপালা, ছোট শালবাড়ি চর সহ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযোগ, একশ্রেণির মানুষ অর্থের প্রলোভন দেখিয়ে গরিব কৃষকদের এই কাজে ব্যবহার করে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, বৃহস্পতিবার মাঘপালা এলাকায় সাত বিঘা জমির গাঁজা খেত নষ্ট করে দেওয়া হয়েছে।