• দিনভর চলবে বৃষ্টি, ডানা-র প্রভাবে ভিজছে কলকাতা
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যতটা আশঙ্কা করা হয়েছিল, তত কিছু করতে পারল না ডানা। কলকাতার ক্ষেত্রে একথা বলা যেতেই পারে। কারণ, দফায় দফায় বৃষ্টি হলেও শহর কলকাতায় ঝড়ের তেমন কোনও প্রভাব নেই। রাত থেকেই দফায় দফায় বৃষ্টির পর সকালেও পুরোপুরি মেঘাচ্ছন্ন রইল আকাশ। মুষলধারে বৃষ্টির জেরে শহরের একাধিক রাস্তায় জল জমলেও অফিস-কাছারিতে রওনা দিয়েছেন সাধারণ মানুষ। সকাল ৯টার পর থেকেই অন্য একটি বর্ষামুখর দিনের চিত্রই ক্রমশ ফুটে উঠছে শহরে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার বিকেল পর্যন্ত আবহাওয়া এমনই থাকার সম্ভাবনা বেশি। বিকেলের পর পরিস্থিতির বদল হতে পারে। শহরের কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতা ছাড়া হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনাতেও এদিন দফায় দফায় বৃষ্টিপাত চলছে।

    হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে ০০৭.৯ মিমি।
  • Link to this news (বর্তমান)