ঘূর্ণিঝড় দানার প্রভাবে প্রবল বৃষ্টি কলকাতায়, তার মাঝেই চালু দমদম বিমানবন্দর
হিন্দুস্তান টাইমস | ২৫ অক্টোবর ২০২৪
দীর্ঘ ৮ ঘণ্টারও বেশি সময় ধরে ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া জারি রয়েছে। এরই মাঝে সকাল ৮টা থেকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভুবনেশ্বর বিমানবন্দর চালু করে দেওয়া হল। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে গতকাল সন্ধ্যা থেকেই এই দুই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। একাধিক উড়ান বাতিল করা হয়েছিল এর জেরে। তবে আজ সকালে কিছুক্ষণ আগে থেকে ফের উড়ান ওঠানামা শুরু হয়েছে এই দুই শহরের বিমানবন্দরে। তবে ওড়িশা উপকূল এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গে ভোররাত থেকেই ভারী বৃষ্টি জারি আছে। বেলা গড়াতেও প্রবল বর্ষণ সেভাবে কমেনি। তবে দুপুর বা বিকেলের পর থেকে কলকাতায় বৃষ্টি কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রবল বৃষ্টিতে যাতে কলকাতা বিমানবন্দরের রানওয়ে ডুবে না যায়, তার জন্য জল নামানোর উচ্চ ক্ষমতার পাম্প বসিয়েছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, রানওয়ের জল নামে কৈখালির কাছে মালিরবাগান এবং রাজারহাটের দিকে মণ্ডলগাঁতি দিয়ে। সেখান থেকে সেই জল হলদিরামের দিক থেকে নিউ টাউন রোড হয়ে বাগজোলা খালে যায়। এই আবহে হলদিরাম এলাকা নিয়ে উদ্বেগে রয়েছে বিধাননগর পুরসভা। প্রসঙ্গত, সেই এলাকায় বর্তমানে গড়িয়া-বিমানবন্দর মেট্রোর কাজ চলছে। এর জেরে নিকাশি ব্যবস্থার বেহাল দশা সেখানে। তবে জল জমার সমস্যা মেটাতে বিধাননগর পুর এলাকা জুড়ে দেড়শোটির মতো পাম্প প্রস্তুত রাখা হয়েছে বলে জানান মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী।
এদিকে কলকাতা তথা পশ্চিমবঙ্গে সেভাবে প্রভাব পড়েনি ঘূর্ণিঝড় দানার। তবে ভোররাত থেকেই প্রবল বৃষ্টিতে ভেসেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। এই আবহে নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে কলকাতা পুরসভার আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছিল আগেই। নিকাশি, সিভিক, বিদ্যুৎ ও আলো, উদ্যান, স্বাস্থ্য এবং জঞ্জাল সাফাই বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’-র আজ সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখা লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাওড়া শাখায় সকাল ১০ টা পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল আছে।
উল্লেখ্য, ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, কিছুটা দুর্বল হয়েছে প্রবল ঘূর্ণিঝড় 'দানা'। ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ১১০ কিলোমিটারে পৌঁছে যাচ্ছে। এদিকে এখনও ল্যান্ডফল প্রক্রিয়া চলছে ঘূর্ণিঝড় 'দানা'-র। উল্লেখ্য, রাত ১২ টার কিছুটা পর থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছিল এই ঘূর্ণিঝড়ের। তবে এর জেরে আজ সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে।