• ‘ডানা’র সতর্কতা, বন্ধ করা হয়েছে হলদিয়া বন্দরের লকগেট
    দৈনিক স্টেটসম্যান | ২৫ অক্টোবর ২০২৪
  • ঘূর্ণিঝড় ‘ডানা’র  কারণে বুধবার রাত থেকে বন্ধ রাখা হয়েছে হলদিয়া বন্দরের অপারেশনের সমস্ত কাজ।  ইতিমধ্যেই অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে, বন্দরের লকগেটের।  বুধবার সন্ধ্যে সাড়ে ছটা থেকেই এই লকগেট বন্ধ করে দেওয়া হয়।  অর্থাৎ নদী থেকে বন্দরের ডক এরিয়ার মধ্যে জাহাজ বা  বার্জ চলাচল বন্ধ রাখা হয়।  সাধারণত জাহাজগুলি বন্দরের ওই ডক এরিয়ায় ঢুকে বিভিন্ন  বার্জের মাধ্যমে মাল খালাস করে। জানা গিয়েছে, ‘ডানা’র কারণে  দুদিন বন্ধ থাকবে জাহাজ চলাচল ও পণ্য ওঠানামার কাজ।

    হলদিয়ার বন্দর (প্রশাসন)  ঘূর্ণিঝড়ের জন্য বন্দরের ডক এলাকায় অপারেশন এর ক্ষেত্রে জারি করেছে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা। বন্দরের ডক এরিয়ার মধ্যে মোট ১৬ টি ছোট বড় জাহাজ রয়েছে।  এর মধ্যে পাঁচটি কোস্ট গার্ড এর নজরদারি ভেসেল ও জাহাজ রয়েছে।  এছাড়াও পাঁচটি  বার্জও ডকে রাখা হয়েছে।  ‘ডানা’র হাত থেকে বাঁচতে এগুলোকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে।  বৃহস্পতিবার কন্ট্রোল রুম থেকে অফিসারেরা ঝড়ের গতি প্রকৃতির ওপর নজর রেখেছেন।

    সাধারণত প্রবল ঘূর্ণিঝড়ের সময় নদী ও সমুদ্র ভয়ানক উত্তাল হয়ে ওঠে।  সেই সময় জাহাজকে নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়। বন্দরের ডক এরিয়া লকগেটের সাহায্যে নদী থেকে বিচ্ছিন্ন হওয়ায় জাহাজগুলিকে সরিয়ে এনে সুরক্ষিত অবস্থায় রাখা হয়।  বন্দর সূত্রে জানা গিয়েছে,  হলদি নদীর তীরে কোস্টগার্ডের  জেটি থেকে ভেসেল ও জাহাজগুলিকে এদিন বিকেলে দ্রুততার সঙ্গে সরিয়ে রাখা হয়।

    ওই ভেসেলগুলি  বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নদী ও সমুদ্রে মাইকিং করে মৎস্যজীবীদের ডাঙ্গায় ফেরার বার্তা দেয়। বন্দরের বড় বড় ক্রেনগুলির অপারেশনও  বৃহস্পতিবার দুপুরের পর থেকে বন্ধ করে দেওয়া হয়। তাছাড়াও গুলির লম্বা আর্ম নামিয়ে সেগুলোকে লোহার খুঁটির সঙ্গে বাধা হয়েছে।  ‘ডানা’র কারণে আপাতত ২৫ অক্টোবর শুক্রবার দুপুর পর্যন্ত হলদিয়া বন্দরের সমস্ত ধরনের অপারেশনের কাজ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)