‘ডানা’র দাপট সামলাতে তৈরি বিশেষ টিম, দুর্গতদের পাশে নৌবাহিনী
প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৪
অর্ণব আইচ: ঘূর্ণিঝড় ‘ডানা’র(Cyclone Dana) দাপট সামলে দুর্গতদের সাহায্যে আলাদা করে প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। অন্ধ্র, ওড়িশা, বাংলার সঙ্গে সমন্বয় করে বিপর্যয় মোকাবিলায় তৈরি বিশেষ টিম। নেতৃত্বে নৌবাহিনী অফিসার-ইনচার্জরা। মজুত রাখা হচ্ছে খাদ্য, পানীয় জল, ওষুধ ও যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী।
অন্ধ্র প্রদেশ,ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে সমস্ত এলাকায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা, সেখানে জল, খাবার মজুত করে রাখা হচ্ছে। ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। দুটি জাহাজ এবং ডুবুরির দলও প্রস্তুত রাখা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর প্রশাসন। নবান্নে রাত জাগবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। খোলা হয়েছে কন্ট্রোলরুম। ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে শিয়ালদহ ডিভিশনে ১৯০টি এবং হাওড়া ডিভিশনে ৬২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ১৫ ঘণ্টা বন্ধ বিমান পরিষেবা। ফেরি পরিষেবায় বন্ধ রাখা হয়েছে।