• 'দানা'-র হানায় ক্ষয়ক্ষতির রিপোর্ট তলব, ত্রাণ পৌঁছনোর নির্দেশ মুখ্যমন্ত্রী
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৪
  • ওডিশা উপকূলে আছড়ে পড়েছে সাইক্লোন 'দানা'। এর সরাসরি প্রভাব পড়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম-সহ বাংলার একাধিক জেলায়। বইছে ঝোড়ো হাওয়া এবং তুমুল বৃষ্টিপাতও হচ্ছে। দানা-র প্রভাবে কোন জেলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট তলব করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার রাতভর মুখ্যমন্ত্রী নবান্নে থেকেছেন। রাজ্যের সার্বিক পরিস্থিতির উপর তিনি নজরদারি চালিয়েছেন। শুক্রবার নবান্নে তিনি প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে একটি সার্বিক পর্যালোচনা বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ-সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবরা।

    এই বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্যায় জানান, জেলাশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে উপকূলবর্তী নিচু এলাকাগুলি থেকে ২ লাখ ১৬ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কাকদ্বীপ, কুলপি, মোহনপুর, নারায়ণগড়, কেশিয়াড়ির বিধায়কের সঙ্গে ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী। সেখানকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

    পাশাপাশি রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং মানস ভুঁইয়ার সঙ্গেও যোগাযোগ করেন তিনি। যে সমস্ত এলাকা বিপর্যস্ত সেখানে সাধারণ মানুষের ত্রাণ পেতে যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে নজর দেওয়ার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাবে রাজ্যে কত কাঁচা বাড়ি ভেঙে পড়েছে এবং কোথায়, কত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট তলব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হলে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করবে রাজ্য, আগেই এ কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ডিটেল প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হয়ে গিয়েছে। ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। ২ বছরের মধ্যে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। প্রয়োজনে পরিযায়ী শ্রমিক যাঁরা ফিরে এসেছেন রাজ্যে তাঁদের কাজে লাগাতে হবে এই ধরনের প্রকল্পে।'

    'দানা'-র হামলায় রাজ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাড়িতেই কাজ করার সময় তাঁর মৃত্যু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (এই সময়)