• স্বাস্থ্য দফতরে বড় নিয়োগের সিদ্ধান্ত, অনুমোদন মমতার মন্ত্রিসভার
    আজ তক | ২৫ অক্টোবর ২০২৪
  • রাজ্যে ১০০টি পদে নিয়োগ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। ঘূর্ণিঝড়র দানার আবহে নবান্নে বসেছিল মন্ত্রিসভার বৈঠকে। ওই বৈঠকে স্বাস্থ্য দফতরে নতুন নিয়োগের সিদ্ধান্তে পড়ল শিলমোহর। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হবে আগামী দিনে।

    স্বাস্থ্য দফতরের ১৮টি নতুন পদ ও ১৬টি শূন্যপদে চিকিৎসক-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর পাশাপাশি শিলমোহর পড়েছে  স্বরাষ্ট্র দফতরে 'কর্মবন্ধু' প্রকল্পে। ওই প্রকল্পে নেওয়া হবে ৫৭ জনকে। খবর নবান্ন সূত্রের। জলসম্পদ দফতরে ৭ জন, অর্থ দফতরে ১ জন ও পরিবেশ দফতরে ১ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ১০০টি নতুন ও শূন্যপদে নিয়োগের অনুমতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। 

    সেই সঙ্গে কৃষি সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কৃষিতে ব্যয়ের জন্য রাজ্য কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ককে ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। নাবার্ড ও রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকে এই ঋণ নেবে কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক। তার গ্যারান্টার হবে রাজ্য সরকার।

    এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে দুর্গাপুরে ডিপিএল –এ ৬৬০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে। নিউটাউনে ফিনান্সিয়াল হাবে এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রায় সাড়ে ৩ একর জমি লিজে দেওয়ার সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
     
  • Link to this news (আজ তক)