সামনেই কালীপুজো, জগদ্ধাত্রী পুজো। উৎসবের সময় 'অশান্তির ছক' কষা হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে পুলিশকে সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই গোয়েন্দা এবং পুলিশকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। কড়া নজরদারি চালানোর জন্যও পুলিশকে বলেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, 'অশান্তি পাকানোর ছক কষা হচ্ছে। তা ভেস্তে দিতে হবে।' তবে কে বা কারা এর নেপথ্যে রয়েছে তা স্পষ্ট করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কিছু দুষ্টু মানুষ এই সমস্ত ছক কষছে। ওদের রাজনীতিক বলব না। ওদের মাথায় মরুভূমি। শুধু দুষ্টুমির চক্রান্ত করে। এসটিএফ এবং পুলিশকে সোর্স কাজে লাগাতে হবে। কোনও অশান্তি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে।’
স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশকে নিয়মিত নজরদারি চালানোর জন্য সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে পুজোর সময় রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছিল। যদিও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সেগুলি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, এ দিন ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার পর রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত জায়গায় প্রয়োজন মতো ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসূতি মায়েদের যত্ন নেওয়া, ডায়ারিয়ার ওষুধ, সাপে কামড়ানো রোগীর চিকিৎসার জন্য অ্যান্টি ভেনাম মজুত রাখার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।