• 'ত্রাণ শিবির এখনই তুলে দেবেন না,' নির্দেশ মমতার, চাষের ক্ষতি নিয়েও বড় ঘোষণা
    হিন্দুস্তান টাইমস | ২৫ অক্টোবর ২০২৪
  • ল্যান্ডফল হয়ে গিয়েছে দানার। তবে বৃষ্টি এখনও অব্যাহত। এদিকে ঘূর্ণিঝড়ের দাপট সেভাবে বাংলার বিভিন্ন প্রান্তে না থাকলেও বৃষ্টি কিন্তু অব্য়াহত। এদিকে বাংলার মুখ্য়মন্ত্রী কার্যত সারারাত কন্ট্রোল রুমে থেকে নজর রেখেছেন। এদিকে দানা চলে গিয়েছে। তবে এবার ত্রাণ বণ্টনের উপর নজর রাখছেন মমতা। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি এনিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। এমনকী কোন জেলায় কতটা ক্ষয়ক্ষতি হল তা নিয়ে তিনি খোঁজখবর  নেন। উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাকে নিয়ে উদ্বেগ সবথেকে বেশি ছিল। সেখানকার পরিস্থিতি সম্পর্কে বার বার খোঁজ নেন মুখ্য়মন্ত্রী। 

    মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ শিবিরগুলি চলতে থাকবে। মেডিক্যাল ক্যাম্পগুলি যাতে চলতে পারে সেটাও জানিয়েছেন তিনি। টেলি মেডিসিন কার্যকর করা যায় কি না সেটা নিয়েও খোঁজখবর নেন তিনি। সেই সঙ্গেই তিনি নির্দেশ দিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি রাখতে হবে। আরও দুদিন যাতে তাঁরা থাকেন সেব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। 

    রাতভর নবান্নে ছিলেন মুখ্য়মন্ত্রী। শুক্রবার দুপুরেও তিনি ছিলেন নবান্নেই। জেলা প্রশাসনের সঙ্গে তিনি বার বার যোগাযোগ রাখছেন। একাধিকবার তিনি কন্ট্রোল রুমে নেমে আসেন। সেখানে গিয়ে তিনি আবহাওয়ার গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ নেন। 

    এদিকে ঘৃর্ণিঝড়, অতিবৃষ্টি মানেই হল কৃষির ব্যপক ক্ষয়ক্ষতি। সেক্ষেত্রে এবারও স্বাভাবিকভাবেই কৃষির বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই জমা জলে নতুন করে মশার লার্ভা হতে পারে। মুখ্য়মন্ত্রী সেসব নিয়েও খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী বলেন, দুর্যোগে বহু চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে। সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যাতে এখনই ত্রাণ শিবির ছেড়ে চলে না যান সেটা দেখতে হবে। যেখানে ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে সেখানে মশারি দেওয়ার নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী। 

    এদিকে দানার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন বন্ধ ছিল।দীর্ঘ ১৪ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা। তবে এখন পুনরায় সেই পরিষেবা চালু করা হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘দানা’-র জেরে আজ সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখা লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও হাওড়া শাখায় সকাল ১০টা পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল ছিল।    
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)