ঘূর্ণিঝড় দানার জেরে আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনা। যার জেরে বিপাকে পড়তে পারেন অফিস ফেরত যাত্রীরা। পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়ের জেরে সৃষ্ট বজ্রগর্ভ মেঘের ফলে শুক্রবার সন্ধ্যায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ১০ – ৩০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে।
শুক্রবার সকালে ভূভাগে প্রবেশের পর গতিপথ বদলে খুব ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ধানার কেন্দ্রটি। তার সঙ্গে দ্রুত শক্তি হারাচ্ছে সে। ঘূর্ণিঝড় দানার কেন্দ্রে থাকা জলীয় বাস্প পশ্চিমা বাতাসের প্রভাবে প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। যার ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আকাশে সুউচ্চ বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যা জেরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুজড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার একাংশে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে এই জেলাগুলির বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। যা চলতে পারে গভীর রাত পর্যন্ত।
পূর্বাভাস বলছে, শনিবার সকালে অনেকটাই দুর্বল হয়ে যাবে দানা। যার জেরে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ব্যপক উন্নতি হবে। তবে শুক্রবার রাতের বৃষ্টিতে নতুন করে কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
ঘূর্ণিঝড় দানার জেরে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। শুক্রবার সকাল পর্যন্ত সব থেকে বেশি বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবারে, প্রায় ৯৫ মিমি।